০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি: প্রেস উইং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 134

ছবি সংগৃহীত

 

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যেকোনো এলাকায় মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।”

বিজ্ঞাপন

সরকারের এই অবস্থান তুলে ধরে আরও জানানো হয়, গোপালগঞ্জসহ দেশের অন্য কোনো অঞ্চলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ বা বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষাপটে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এবং তাদের সহযোগীরা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। বাস্তব পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অপপ্রচার চালিয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।”

সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, দেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা রক্ষা করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সরকার বিশ্বাস করে, গণমাধ্যম এবং সচেতন জনগণ এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সঠিক তথ্য ছড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বিষয়ে আরও কোনো সন্দেহ বা তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি: প্রেস উইং

আপডেট সময় ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যেকোনো এলাকায় মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।”

বিজ্ঞাপন

সরকারের এই অবস্থান তুলে ধরে আরও জানানো হয়, গোপালগঞ্জসহ দেশের অন্য কোনো অঞ্চলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ বা বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষাপটে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এবং তাদের সহযোগীরা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। বাস্তব পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অপপ্রচার চালিয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।”

সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, দেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা রক্ষা করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সরকার বিশ্বাস করে, গণমাধ্যম এবং সচেতন জনগণ এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সঠিক তথ্য ছড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বিষয়ে আরও কোনো সন্দেহ বা তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।