ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ এক দশক পর চালু হলো ইরাকের মসুল বিমানবন্দর ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১, নিখোঁজ ও আহত বহু রংপুরে চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২ পীরগাছায় বজ্রাঘাতে শিশুর মৃত্যু, আহত আরও ৩ জন মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৫ অভিবাসী কর্মী ইন্টারনেট গতিতে নতুন বিশ্বরেকর্ড গড়ল জাপান: সেকেন্ডে স্থানান্তর ১২৫ পেটাবাইট ডেটা জাতীয় নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে: রিজভী সিরিয়ায় পাঁচ দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত বেড়ে ৩৫০ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি: প্রেস উইং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 9

ছবি সংগৃহীত

 

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যেকোনো এলাকায় মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।”

সরকারের এই অবস্থান তুলে ধরে আরও জানানো হয়, গোপালগঞ্জসহ দেশের অন্য কোনো অঞ্চলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ বা বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষাপটে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এবং তাদের সহযোগীরা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। বাস্তব পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অপপ্রচার চালিয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।”

সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, দেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা রক্ষা করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সরকার বিশ্বাস করে, গণমাধ্যম এবং সচেতন জনগণ এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সঠিক তথ্য ছড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বিষয়ে আরও কোনো সন্দেহ বা তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি: প্রেস উইং

আপডেট সময় ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যেকোনো এলাকায় মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।”

সরকারের এই অবস্থান তুলে ধরে আরও জানানো হয়, গোপালগঞ্জসহ দেশের অন্য কোনো অঞ্চলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ বা বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষাপটে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এবং তাদের সহযোগীরা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। বাস্তব পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অপপ্রচার চালিয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।”

সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, দেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা রক্ষা করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সরকার বিশ্বাস করে, গণমাধ্যম এবং সচেতন জনগণ এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সঠিক তথ্য ছড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বিষয়ে আরও কোনো সন্দেহ বা তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।