বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা

- আপডেট সময় ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 1
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে।” রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার পোস্টে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাহফুজ আলম লিখেছেন, “এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে।” তিনি মনে করেন, রাজনৈতিক বা সামাজিক ভিন্নমত থাকলেও তা যেন বিদ্বেষ ও শত্রুতায় পরিণত না হয়।
তার ভাষায়, “বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না।” এমন মন্তব্যের মাধ্যমে তিনি সকল পক্ষকে সহনশীল ও যুক্তিনির্ভর আলোচনার আহ্বান জানিয়েছেন।
তথ্য উপদেষ্টা বলেন, “বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। তবে সবারই রেকনিং দরকার আছে।” তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, এখনো জাতির সামনে কিছু বড় সংকট বা ষড়যন্ত্রের ছায়া রয়েছে, যা মোকাবেলায় সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা দরকার।
তিনি সরাসরি কোনো পক্ষ বা ব্যক্তির নাম উল্লেখ না করলেও, তার পোস্টে রাজনৈতিক পরিবেশ এবং দেশপ্রেম নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন রয়েছে। দেশের স্বার্থে হঠকারিতা ও বিভেদ নয়, বরং সমঝোতা ও ঐক্যই যে সময়ের দাবি—তা তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে সময়োপযোগী ও বাস্তবধর্মী বলে উল্লেখ করছেন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই আহ্বান এমন এক সময় এসেছে, যখন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিভাজন প্রকট হয়ে উঠছে। তার মতে, এই পরিস্থিতিতে ব্যক্তিস্বার্থ নয়, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত।
অন্তর্দৃষ্টি সম্পন্ন ও সতর্কতামূলক এই বক্তব্য দেশবাসীকে নতুন করে ভাবতে এবং ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সাহায্য করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।