ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

অধ্যাদেশ প্রণয়নে চতুরতা হয়েছে, সংশোধনের পথে সরকার: জ্বালানি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশ প্রণয়নের সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল। যাঁরা এই অধ্যাদেশ তৈরি করেছেন, তাঁরা পরিকল্পিতভাবে কিছু বিষয় লুকিয়ে রেখেছেন।

আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অধ্যাদেশটি সংশোধন করা হবে এবং প্রশাসন ও শুল্ক-কর ক্যাডার কোনো পক্ষেরই একচেটিয়া কর্তৃত্ব থাকবে না।

তিনি আরও জানান, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব ও ঊর্ধ্বতন পদে নিয়োগের জন্য আলাদা নীতিমালা তৈরি করা হবে, যেখানে যোগ্যতার মানদণ্ড নির্ধারিত থাকবে।

গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠন করে সরকার। এরপর থেকেই এনবিআর কর্মকর্তারা আন্দোলনে নামেন। এই পরিস্থিতি মোকাবিলায় গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান ফাওজুল কবির খান আজ কমিটির অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন।

তিনি বলেন, ‘এই অধ্যাদেশে মৌলিক ত্রুটি রয়েছে। যেমন, বলা হয়েছে “উপযুক্ত ব্যক্তি” সচিব হবেন। কিন্তু সেই উপযুক্ত ব্যক্তি কে, তা স্পষ্ট নয়। আমরা এসব অসঙ্গতি অর্থ উপদেষ্টাকে জানাব।’

ফাওজুল কবির মন্তব্য করেন, এনবিআর শব্দটি শুনলেই মানুষ হাসে। তাই এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত সঠিক। নতুন দুটি বিভাগে কোনো ক্যাডার শ্রেণির প্রভাব বিস্তার থাকবে না।

দুদককে ব্যবহার করে আন্দোলন দমন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদকের পদক্ষেপ আন্দোলনের আগেই শুরু হয়েছে। যদি কেউ নির্দোষ হন, দুদক দায়মুক্তি দেবে।’

কর্মকর্তাদের আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের প্রতি তাদের আস্থা ছিল না। বরং তাদের আন্দোলনই সরকারবিরোধী আচরণে পরিণত হয়েছিল। রাজস্ব আদায়ে বাধা দিয়ে তারা দেশের অর্থনীতির ক্ষতি করেছে।’

আন্দোলন স্থগিত হলেও রাজস্ব আহরণে গতি নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মাঠপর্যায়ে পরিদর্শনে গিয়ে দেখা হবে, আগে কেমন সেবা দিতেন আর এখন কী দিচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, শুধু শুল্ক নয়, অশুল্ক বাধা, এমনকি জাতীয় নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিউজটি শেয়ার করুন

অধ্যাদেশ প্রণয়নে চতুরতা হয়েছে, সংশোধনের পথে সরকার: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশ প্রণয়নের সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল। যাঁরা এই অধ্যাদেশ তৈরি করেছেন, তাঁরা পরিকল্পিতভাবে কিছু বিষয় লুকিয়ে রেখেছেন।

আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অধ্যাদেশটি সংশোধন করা হবে এবং প্রশাসন ও শুল্ক-কর ক্যাডার কোনো পক্ষেরই একচেটিয়া কর্তৃত্ব থাকবে না।

তিনি আরও জানান, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব ও ঊর্ধ্বতন পদে নিয়োগের জন্য আলাদা নীতিমালা তৈরি করা হবে, যেখানে যোগ্যতার মানদণ্ড নির্ধারিত থাকবে।

গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠন করে সরকার। এরপর থেকেই এনবিআর কর্মকর্তারা আন্দোলনে নামেন। এই পরিস্থিতি মোকাবিলায় গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান ফাওজুল কবির খান আজ কমিটির অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন।

তিনি বলেন, ‘এই অধ্যাদেশে মৌলিক ত্রুটি রয়েছে। যেমন, বলা হয়েছে “উপযুক্ত ব্যক্তি” সচিব হবেন। কিন্তু সেই উপযুক্ত ব্যক্তি কে, তা স্পষ্ট নয়। আমরা এসব অসঙ্গতি অর্থ উপদেষ্টাকে জানাব।’

ফাওজুল কবির মন্তব্য করেন, এনবিআর শব্দটি শুনলেই মানুষ হাসে। তাই এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত সঠিক। নতুন দুটি বিভাগে কোনো ক্যাডার শ্রেণির প্রভাব বিস্তার থাকবে না।

দুদককে ব্যবহার করে আন্দোলন দমন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদকের পদক্ষেপ আন্দোলনের আগেই শুরু হয়েছে। যদি কেউ নির্দোষ হন, দুদক দায়মুক্তি দেবে।’

কর্মকর্তাদের আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের প্রতি তাদের আস্থা ছিল না। বরং তাদের আন্দোলনই সরকারবিরোধী আচরণে পরিণত হয়েছিল। রাজস্ব আদায়ে বাধা দিয়ে তারা দেশের অর্থনীতির ক্ষতি করেছে।’

আন্দোলন স্থগিত হলেও রাজস্ব আহরণে গতি নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মাঠপর্যায়ে পরিদর্শনে গিয়ে দেখা হবে, আগে কেমন সেবা দিতেন আর এখন কী দিচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, শুধু শুল্ক নয়, অশুল্ক বাধা, এমনকি জাতীয় নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।