কিছু ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করছে: বিজিবি মহাপরিচালক

- আপডেট সময় ১২:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 3
বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন এবং পুশব্যাক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কখনো কখনো ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামে বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্ত এলাকায় প্রতিনিয়ত পুশব্যাক ও পুশইনের মতো ঘটনা ঘটছে। যাদের নিয়ম অনুযায়ী হস্তান্তর করার কথা, তাদের হ্যান্ডওভারের প্রক্রিয়াও চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতেও আমরা কাজ করছি।”
তিনি আরও জানান, কিছু ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তাদের প্রতিহত করার জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নবীন সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্ব অত্যন্ত গর্বের। তোমরা কখনও প্রতিপক্ষের কাছে নমনীয়তা দেখাবে না। প্রয়োজনে জীবন দেবে, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও ছাড়বে না। তোমরাই হবে জাতির আস্থার প্রতীক।”
সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান মহাপরিচালক। তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পর অতিরিক্ত জনবল ভবিষ্যতে জাতীয় নির্বাচনে সহায়তা করার জন্য প্রস্তুত থাকবে।”
বিজিবির এই মহাপরিচালক আরও বলেন, “আমরা নিয়মতান্ত্রিকভাবে সব কিছু মোকাবিলা করছি। সীমান্তে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।”
সীমান্ত নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার দিক বিবেচনায় সীমান্তরক্ষীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।