১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 106

ছবি সংগৃহীত

 

চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে শহীদ হাসান চত্বরে বুধবার দুপুরে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন। যারা এসব অপরাধীর পক্ষ নেয়, তাদের বয়কট করুন। জাতীয় নাগরিক পার্টি সবসময় দেশের জনগণের পাশে থাকবে।”

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “অভ্যুত্থানের নেতারা এখনো রাজপথে রয়েছে। আপনারা আমাদের পাশে থাকুন, ইনশা আল্লাহ আমরা আপনাদের হতাশ করবো না।”

বিজ্ঞাপন

বৃষ্টিভেজা পরিবেশেও হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এ সমাবেশে নাহিদ ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষকের প্রাণহানির ঘটনা নতুন নয়। গত ৫৪ বছরে হাজারো বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। শুধু চুয়াডাঙ্গা জেলাতেই দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এখন সময় এসেছে, বাংলাদেশের জনগণই নিজেদের সীমান্ত, মানচিত্র ও নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব নেবে।”

তিনি বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে তা হতে হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। কেবল বাংলাদেশই নয়, ভারতও বাংলাদেশে নির্ভরশীল—এটা ভারতকে ভুলে গেলে চলবে না। দেশের ছাত্র ও যুব সমাজই এখন ভূমিকা নেবে দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায়। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

জুলাই মাসের গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “এই সরকারের আমলে হাজারের বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, আহত হয়েছে ১০ হাজারেরও বেশি। কেউ চোখ হারিয়েছে, কেউ পা। বিবিসির রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনা নিজেই গুলির নির্দেশ দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের দায় তাঁকেই নিতে হবে।”

পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতারা গাংনী থেকে যাত্রা শুরু করে হাটবোয়ালিয়া বাজারে পৌঁছান। সেখান থেকে আলমডাঙ্গা উপজেলা শহর হয়ে তাঁরা চুয়াডাঙ্গা শহরের দিকে রওনা দেন। পথিমধ্যে স্থানীয় শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে নেতাদের অভ্যর্থনা জানান।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, “আমাদের শহীদ ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, তা এখনও পূরণ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব মোল্লা মো. ফারুক এহসান, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

 

নিউজটি শেয়ার করুন

দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে শহীদ হাসান চত্বরে বুধবার দুপুরে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন। যারা এসব অপরাধীর পক্ষ নেয়, তাদের বয়কট করুন। জাতীয় নাগরিক পার্টি সবসময় দেশের জনগণের পাশে থাকবে।”

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “অভ্যুত্থানের নেতারা এখনো রাজপথে রয়েছে। আপনারা আমাদের পাশে থাকুন, ইনশা আল্লাহ আমরা আপনাদের হতাশ করবো না।”

বিজ্ঞাপন

বৃষ্টিভেজা পরিবেশেও হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এ সমাবেশে নাহিদ ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষকের প্রাণহানির ঘটনা নতুন নয়। গত ৫৪ বছরে হাজারো বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। শুধু চুয়াডাঙ্গা জেলাতেই দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এখন সময় এসেছে, বাংলাদেশের জনগণই নিজেদের সীমান্ত, মানচিত্র ও নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব নেবে।”

তিনি বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে তা হতে হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। কেবল বাংলাদেশই নয়, ভারতও বাংলাদেশে নির্ভরশীল—এটা ভারতকে ভুলে গেলে চলবে না। দেশের ছাত্র ও যুব সমাজই এখন ভূমিকা নেবে দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায়। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

জুলাই মাসের গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “এই সরকারের আমলে হাজারের বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, আহত হয়েছে ১০ হাজারেরও বেশি। কেউ চোখ হারিয়েছে, কেউ পা। বিবিসির রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনা নিজেই গুলির নির্দেশ দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের দায় তাঁকেই নিতে হবে।”

পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতারা গাংনী থেকে যাত্রা শুরু করে হাটবোয়ালিয়া বাজারে পৌঁছান। সেখান থেকে আলমডাঙ্গা উপজেলা শহর হয়ে তাঁরা চুয়াডাঙ্গা শহরের দিকে রওনা দেন। পথিমধ্যে স্থানীয় শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে নেতাদের অভ্যর্থনা জানান।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, “আমাদের শহীদ ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, তা এখনও পূরণ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব মোল্লা মো. ফারুক এহসান, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।