ক্ষমতায় থাকার সেই ধরনের কোনো ইচ্ছা আমার নেই: নৌপরিবহন উপদেষ্টা

- আপডেট সময় ১০:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 6
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, “যদি ক্ষমতায় থাকতে চাইতাম, বহু আগেই থাকতে পারতাম। আমার সেই ধরনের কোনো ইচ্ছা নেই। যতটুকু সময় পেয়েছি, তা একদম আন্তরিকভাবে সাধারণ মানুষের এবং শ্রমিকদের উন্নয়নের জন্য ব্যয় করেছি।”
সম্প্রতি একটি টকশোতে উপদেষ্টাদের কেউ কেউ ক্ষমতায় থাকার আগ্রহী এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শ্রমিকদের পাওনা নিশ্চিত করা, মালিক-শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখা, এসব ক্ষেত্রে আমি যেটুকু কাজ করেছি, তা আগে কোনো শ্রমমন্ত্রী করেননি।”
নির্বাচনের সময় নিয়ে জানতে চাইলে এম সাখাওয়াত বলেন, “প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেটিই চূড়ান্ত। প্রথমে তিনি এপ্রিল বলেছিলেন, পরে বলেছেন ফেব্রুয়ারিতে হতে পারে। আমি তার বক্তব্যের বাইরে কোনো কথা বলবো না। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন। আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।”
চট্টগ্রাম বন্দর পরিচালনার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, “যেই কোম্পানি আসুক না কেন, বন্দর পরিচালনা করবে চিটাগাং পোর্ট অথরিটি। আগের মতোই থাকবে। কোম্পানিগুলো শুধু নির্দিষ্ট সময়ের জন্য পাঁচটি টার্মিনাল অপারেট করবে।”
তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকারের আমলে দুবাই পোর্টের সঙ্গে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু মাঝপথে সেটিতে গড়বড় হয়েছে। যেটি দুবাইকে দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়েছে সৌদি আরবকে। তখন দুবাই পোর্ট প্রতিবাদ জানালে, তাদের আশ্বাস দেওয়া হয় যে, বর্তমানে এনসিটির অপারেটরের মেয়াদ শেষে সেটি তাদের দেওয়া হবে।”
“পরে দুবাই পোর্ট আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। তারা জানায়, বর্তমানে তারা ৮৫টি দেশে ৮৫টি আন্তর্জাতিক বন্দর পরিচালনা করছে। এসব পোর্টের সঙ্গে তাদের গভীর সংযোগ রয়েছে জাহাজ চলাচল, লজিস্টিক্স ও উন্নয়ন ব্যবস্থাপনায়। এটি আমাদের জন্যও সম্ভাবনার দিক উন্মোচন করতে পারে,” বলেন উপদেষ্টা সাখাওয়াত।