০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, পুলিশের জলকামান নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 79

ছবি সংগৃহীত

 

আওয়ামী লীগ সরকারের সময়ে, বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরি হারানো বিডিআর সদস্যদের পুনর্বহালসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিচ্যুতরা। তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন এসব সাবেক সদস্য। সেখানে তারা পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার, ১৬ বছর ধরে কারাবন্দী নিরপরাধ সহকর্মীদের মুক্তি এবং ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনর্বহালের দাবি তোলেন।

বিজ্ঞাপন

দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। অবস্থান কর্মসূচির পর সকাল ১১টার দিকে তারা পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার ঘোষণা দেন।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ থেকে যমুনার দিকে অগ্রসর হলে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চাকরিচ্যুতরা অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের পর কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল। এতে তাদের পরিবার চরম মানবেতর অবস্থায় পড়েছে। তারা পুনর্বহাল ছাড়া অন্য কোনো সমাধান মানবেন না বলে জানান।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে বিচারহীনতার কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে বিনা দোষে কারাবন্দী হয়ে জীবন শেষ করে ফেলেছেন। তাই দ্রুত নিরপরাধদের মুক্তি এবং চাকরি পুনর্বহালের দাবি জানান তারা।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ এড়াতে বাধ্য হয়ে জলকামান ব্যবহার করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

দাবি আদায়ে আন্দোলনকারীরা নতুন কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

 

নিউজটি শেয়ার করুন

শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, পুলিশের জলকামান নিক্ষেপ

আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

আওয়ামী লীগ সরকারের সময়ে, বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরি হারানো বিডিআর সদস্যদের পুনর্বহালসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিচ্যুতরা। তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন এসব সাবেক সদস্য। সেখানে তারা পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার, ১৬ বছর ধরে কারাবন্দী নিরপরাধ সহকর্মীদের মুক্তি এবং ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনর্বহালের দাবি তোলেন।

বিজ্ঞাপন

দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। অবস্থান কর্মসূচির পর সকাল ১১টার দিকে তারা পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার ঘোষণা দেন।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ থেকে যমুনার দিকে অগ্রসর হলে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চাকরিচ্যুতরা অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের পর কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল। এতে তাদের পরিবার চরম মানবেতর অবস্থায় পড়েছে। তারা পুনর্বহাল ছাড়া অন্য কোনো সমাধান মানবেন না বলে জানান।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে বিচারহীনতার কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে বিনা দোষে কারাবন্দী হয়ে জীবন শেষ করে ফেলেছেন। তাই দ্রুত নিরপরাধদের মুক্তি এবং চাকরি পুনর্বহালের দাবি জানান তারা।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ এড়াতে বাধ্য হয়ে জলকামান ব্যবহার করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

দাবি আদায়ে আন্দোলনকারীরা নতুন কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।