ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের শাসনামলের একটি বড় দৃষ্টান্ত।

আজ রোববার (৬ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে উপদেষ্টা আসিফ উল্লেখ করেন, শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টার তৈরি করেছেন এই লুটপাটকে কেন্দ্র করে। তিনি জানান, শিল্পীর আঁকা এই পোস্টারগুলোতে স্পষ্ট হয়ে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময়ে কী কী ঘটনা ঘটেছিল।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টে আরও বলা হয়, ‘‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আসছি মানুষকে দিতে’’ মুখে এমন স্লোগান দিলেও স্বৈরশাসক শেখ হাসিনার ভেতরের আসল চিত্র এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সীমাহীন লুটপাটই আওয়ামী লীগ শাসনের বড় দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে।’

তিনি আরও লেখেন, এই লুটপাটের প্রেক্ষাপটকে উপজীব্য করে দেবাশিস চক্রবর্তী যে পোস্টারগুলো এঁকেছেন, সেগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা ছিল জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, মানুষের অনুপ্রেরণা ও আগ্রহ দেখে শিল্পী দেবাশিস চক্রবর্তী পোস্টারের সংখ্যা আরও বাড়াতে রাজি হয়েছেন।

পোস্টারে জুলাই মাসের ঘটনাপ্রবাহ এবং এর পেছনের অনিবার্য কারণগুলোর চিত্রই প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে।

উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্টে আরও বলা হয়, এই শিল্পকর্মের মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারবে কেন জুলাই মাসের ঘটনাগুলো এ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে এবং কীভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্ষমতার অপব্যবহার চলেছিল।

প্রসঙ্গত, শিল্পী দেবাশিস চক্রবর্তী এর আগে নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার পোস্টার শিল্পের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে আলোচিত হয়েছেন।

সূত্র: বাসস

 

নিউজটি শেয়ার করুন

লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের শাসনামলের একটি বড় দৃষ্টান্ত।

আজ রোববার (৬ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে উপদেষ্টা আসিফ উল্লেখ করেন, শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টার তৈরি করেছেন এই লুটপাটকে কেন্দ্র করে। তিনি জানান, শিল্পীর আঁকা এই পোস্টারগুলোতে স্পষ্ট হয়ে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময়ে কী কী ঘটনা ঘটেছিল।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টে আরও বলা হয়, ‘‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আসছি মানুষকে দিতে’’ মুখে এমন স্লোগান দিলেও স্বৈরশাসক শেখ হাসিনার ভেতরের আসল চিত্র এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সীমাহীন লুটপাটই আওয়ামী লীগ শাসনের বড় দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে।’

তিনি আরও লেখেন, এই লুটপাটের প্রেক্ষাপটকে উপজীব্য করে দেবাশিস চক্রবর্তী যে পোস্টারগুলো এঁকেছেন, সেগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা ছিল জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, মানুষের অনুপ্রেরণা ও আগ্রহ দেখে শিল্পী দেবাশিস চক্রবর্তী পোস্টারের সংখ্যা আরও বাড়াতে রাজি হয়েছেন।

পোস্টারে জুলাই মাসের ঘটনাপ্রবাহ এবং এর পেছনের অনিবার্য কারণগুলোর চিত্রই প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে।

উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্টে আরও বলা হয়, এই শিল্পকর্মের মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারবে কেন জুলাই মাসের ঘটনাগুলো এ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে এবং কীভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্ষমতার অপব্যবহার চলেছিল।

প্রসঙ্গত, শিল্পী দেবাশিস চক্রবর্তী এর আগে নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার পোস্টার শিল্পের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে আলোচিত হয়েছেন।

সূত্র: বাসস