০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 95

ছবি সংগৃহীত

 

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশন এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘জুলাই স্মৃতি উদযাপন’ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করা হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে। একই দিনে প্রকাশিত হবে জুলাই ক্যালেন্ডার এবং শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, যা ১ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া জুলাই শহীদদের সম্মান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষাবৃত্তি চালু করা হবে।

প্রতিদিন এই অনুষ্ঠান হবে না, বরং কয়েক দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে উদযাপন করা হবে। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, ৭ জুলাই এবং ১৪ জুলাই নানা আয়োজন থাকছে।

মাসব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট (যা কর্মসূচিতে ৩৬ জুলাই হিসেবে উল্লেখ করা হয়েছে) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এদিন ৩৬ জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকবে। পাশাপাশি ‘৩৬ ডেস অব জুলাই’সহ জুলাই নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন এবং ড্রোন শোও অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করার বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশন এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘জুলাই স্মৃতি উদযাপন’ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করা হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে। একই দিনে প্রকাশিত হবে জুলাই ক্যালেন্ডার এবং শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, যা ১ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া জুলাই শহীদদের সম্মান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষাবৃত্তি চালু করা হবে।

প্রতিদিন এই অনুষ্ঠান হবে না, বরং কয়েক দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে উদযাপন করা হবে। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, ৭ জুলাই এবং ১৪ জুলাই নানা আয়োজন থাকছে।

মাসব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট (যা কর্মসূচিতে ৩৬ জুলাই হিসেবে উল্লেখ করা হয়েছে) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এদিন ৩৬ জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকবে। পাশাপাশি ‘৩৬ ডেস অব জুলাই’সহ জুলাই নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন এবং ড্রোন শোও অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করার বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে।