ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের মণিপুরে দুর্বৃত্তদের গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জন নিহত জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির ফোনালাপ বিতর্কে সাময়িক বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ দূর করে একটি নতুন বাংলাদেশ গড়া: প্রধান উপদেষ্টা ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশন এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘জুলাই স্মৃতি উদযাপন’ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করা হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে। একই দিনে প্রকাশিত হবে জুলাই ক্যালেন্ডার এবং শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, যা ১ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া জুলাই শহীদদের সম্মান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষাবৃত্তি চালু করা হবে।

প্রতিদিন এই অনুষ্ঠান হবে না, বরং কয়েক দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে উদযাপন করা হবে। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, ৭ জুলাই এবং ১৪ জুলাই নানা আয়োজন থাকছে।

মাসব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট (যা কর্মসূচিতে ৩৬ জুলাই হিসেবে উল্লেখ করা হয়েছে) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এদিন ৩৬ জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকবে। পাশাপাশি ‘৩৬ ডেস অব জুলাই’সহ জুলাই নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন এবং ড্রোন শোও অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করার বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশন এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘জুলাই স্মৃতি উদযাপন’ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করা হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে। একই দিনে প্রকাশিত হবে জুলাই ক্যালেন্ডার এবং শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, যা ১ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া জুলাই শহীদদের সম্মান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষাবৃত্তি চালু করা হবে।

প্রতিদিন এই অনুষ্ঠান হবে না, বরং কয়েক দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে উদযাপন করা হবে। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, ৭ জুলাই এবং ১৪ জুলাই নানা আয়োজন থাকছে।

মাসব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট (যা কর্মসূচিতে ৩৬ জুলাই হিসেবে উল্লেখ করা হয়েছে) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এদিন ৩৬ জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকবে। পাশাপাশি ‘৩৬ ডেস অব জুলাই’সহ জুলাই নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন এবং ড্রোন শোও অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করার বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে।