ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য : আসিফ নজরুল উত্তরা ইপিজেডে পুলিশ শ্রমিক সংঘর্ষে নিহত ১ আহত অনেকে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর নতুন দর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ভিএআর বিভ্রাটে বিতর্ক, ইয়ামালের গোলে ড্রয়ে রক্ষা পেল বার্সেলোনা আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫০০ ছাড়িয়েছে ভিসা জালিয়াতদের জন্য যুক্তরাষ্ট্রের আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে

অক্টোবরের মধ্যে ভাঙাচোড়া রাস্তা সংস্কার ও পুরোনো বাস সরানো হবে: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 59

ছবি: সংগৃহীত

 

আগামী অক্টোবর মাসের মধ্যে রাজধানীসহ দেশের ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে এবং সরিয়ে ফেলা হবে পুরোনো বাসগুলো। সোমবার সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় শেষে এ তথ্য জানান পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘‘অক্টোবরে মেরামতের কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আড়াই শতাধিক নতুন বাস কেনা হবে এবং বিআরটিএ’র মাধ্যমে পুরোনো বাসগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে।’’

উপদেষ্টা আরও জানান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ঢাকার আশেপাশের এলাকাগুলোতে ইটভাটাকে ‘‘নো ব্রিক ফিন্ড জোন’’ হিসেবে ঘোষণা করা হবে, যাতে পরিবেশের ক্ষতি কমানো যায়।

চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে একসাথে কাজ করার পরিকল্পনার কথাও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিচ্ছে। এই পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’’

এ সময় তিনি উল্লেখ করেন, শহরের রাস্তার ধুলো, যানবাহনের কালো ধোঁয়া এবং ইটভাটা থেকে নির্গত দূষণ বায়ুর মানকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাই যানবাহন ব্যবস্থাপনা ও সড়ক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, ‘‘শুধু সরকারি উদ্যোগ নয়, এ কাজে বেসরকারি খাত, পরিবেশবাদী সংস্থা এবং নগরবাসীরও সমন্বিত ভূমিকা দরকার। বায়ু দূষণ রোধে সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।’’

মতবিনিময় সভায় চীনের প্রতিনিধি দলের পক্ষ থেকেও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময়ের আগ্রহ জানায়।

সভা শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পুনরায় আশ্বাস দেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কাজ করবে এবং পরিবেশের উন্নয়নে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

অক্টোবরের মধ্যে ভাঙাচোড়া রাস্তা সংস্কার ও পুরোনো বাস সরানো হবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ১২:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

আগামী অক্টোবর মাসের মধ্যে রাজধানীসহ দেশের ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে এবং সরিয়ে ফেলা হবে পুরোনো বাসগুলো। সোমবার সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় শেষে এ তথ্য জানান পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘‘অক্টোবরে মেরামতের কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আড়াই শতাধিক নতুন বাস কেনা হবে এবং বিআরটিএ’র মাধ্যমে পুরোনো বাসগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে।’’

উপদেষ্টা আরও জানান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ঢাকার আশেপাশের এলাকাগুলোতে ইটভাটাকে ‘‘নো ব্রিক ফিন্ড জোন’’ হিসেবে ঘোষণা করা হবে, যাতে পরিবেশের ক্ষতি কমানো যায়।

চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে একসাথে কাজ করার পরিকল্পনার কথাও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিচ্ছে। এই পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’’

এ সময় তিনি উল্লেখ করেন, শহরের রাস্তার ধুলো, যানবাহনের কালো ধোঁয়া এবং ইটভাটা থেকে নির্গত দূষণ বায়ুর মানকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাই যানবাহন ব্যবস্থাপনা ও সড়ক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, ‘‘শুধু সরকারি উদ্যোগ নয়, এ কাজে বেসরকারি খাত, পরিবেশবাদী সংস্থা এবং নগরবাসীরও সমন্বিত ভূমিকা দরকার। বায়ু দূষণ রোধে সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।’’

মতবিনিময় সভায় চীনের প্রতিনিধি দলের পক্ষ থেকেও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময়ের আগ্রহ জানায়।

সভা শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পুনরায় আশ্বাস দেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কাজ করবে এবং পরিবেশের উন্নয়নে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।