শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন: নিরাপত্তা উপদেষ্টা

- আপডেট সময় ১২:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 19
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করবে।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ড. খলিলুর রহমান বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে আমাদের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। যদি কেউ সমস্যার কিছু দেখেন, তবে সেটা তাদের ভুল ব্যাখ্যা। আমরা দু’পক্ষই যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচন নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আশা করি, নির্বাচন কমিশন খুব দ্রুত তারিখ ঘোষণা করবে।”
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কারের বিষয়টি নির্বাচনী রূপরেখায় কীভাবে প্রতিফলিত হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যৌথ বিবৃতিতে সংস্কার এবং বিচার প্রসঙ্গেও আলোচনা করা হয়েছে। আমরা আশাবাদী যে, নির্বাচনের আগেই এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।”
বৈঠক নিয়ে উভয় পক্ষের সন্তুষ্টি সম্পর্কে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, “নিশ্চয়ই আমরা সন্তুষ্ট। না হলে তো যৌথ বিবৃতি আসত না। দু’পক্ষই আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছে।”
প্রসঙ্গত, বৈঠকটি স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) শুরু হয়ে শেষ হয় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা)। বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ বৈঠক ও যৌথ ঘোষণাকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন গতিপথের ইঙ্গিত মিলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী কর্মপরিকল্পনার।
সূত্র: বাসস