০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭: ঢাকা ও চট্রগ্রাম কেন্দ্রে শুরু ভোটগ্রহণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 153

ছবি: সংগৃহীত

 

তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে। শনিবার সকাল ৮টায় রাজধানীর উত্তরার অ্যাপারেল ক্লাব এবং চট্টগ্রামের একটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি প্যানেলের মোট ৭৬ জন প্রার্থী। এর মধ্যে ফোরাম এবং সম্মিলিত পরিষদ প্যানেল সবগুলো পরিচালক পদেই প্রার্থী দিয়েছে, তবে তৃতীয় প্যানেল ঐক্যজোট পরিষদ প্রার্থী দিয়েছে মাত্র ছয়টি পদে।

বিজ্ঞাপন

নির্বাচনে এবারে শুধু সচল ও কার্যক্রমে সক্রিয় কারখানার মালিকদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করায় ভোটারের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। ২০২১ সালের নির্বাচনে যেখানে মোট ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন, সেখানে এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন ভোটার রয়েছেন।

ভোট কেন্দ্রগুলোর ভেতরের পরিবেশ শান্ত রয়েছে বলে জানানো হলেও ফোরাম প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ভোটকেন্দ্রের বাইরে কিছু বহিরাগত ব্যক্তির উপস্থিতি ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তবে নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দীর্ঘদিন পর সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। একজন ভোটার জানান, “প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ায় এবার সদস্যদের মধ্যে আলাদা উৎসাহ দেখা গেছে। আশা করছি, যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।”

ভোটগ্রহণ শেষে গণনা করে নির্বাচিত পরিচালকরা সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য সাংগঠনিক পদে নেতৃত্ব নির্বাচন করবেন। বিজিএমইএর এবারের নির্বাচনকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে নতুন নেতৃত্ব কাদের হাতে উঠছে, তা জানতে শিল্প সংশ্লিষ্টসহ সকলের আগ্রহ তুঙ্গে।

নিউজটি শেয়ার করুন

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭: ঢাকা ও চট্রগ্রাম কেন্দ্রে শুরু ভোটগ্রহণ

আপডেট সময় ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে। শনিবার সকাল ৮টায় রাজধানীর উত্তরার অ্যাপারেল ক্লাব এবং চট্টগ্রামের একটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি প্যানেলের মোট ৭৬ জন প্রার্থী। এর মধ্যে ফোরাম এবং সম্মিলিত পরিষদ প্যানেল সবগুলো পরিচালক পদেই প্রার্থী দিয়েছে, তবে তৃতীয় প্যানেল ঐক্যজোট পরিষদ প্রার্থী দিয়েছে মাত্র ছয়টি পদে।

বিজ্ঞাপন

নির্বাচনে এবারে শুধু সচল ও কার্যক্রমে সক্রিয় কারখানার মালিকদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করায় ভোটারের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। ২০২১ সালের নির্বাচনে যেখানে মোট ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন, সেখানে এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন ভোটার রয়েছেন।

ভোট কেন্দ্রগুলোর ভেতরের পরিবেশ শান্ত রয়েছে বলে জানানো হলেও ফোরাম প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ভোটকেন্দ্রের বাইরে কিছু বহিরাগত ব্যক্তির উপস্থিতি ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তবে নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দীর্ঘদিন পর সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। একজন ভোটার জানান, “প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ায় এবার সদস্যদের মধ্যে আলাদা উৎসাহ দেখা গেছে। আশা করছি, যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।”

ভোটগ্রহণ শেষে গণনা করে নির্বাচিত পরিচালকরা সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য সাংগঠনিক পদে নেতৃত্ব নির্বাচন করবেন। বিজিএমইএর এবারের নির্বাচনকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে নতুন নেতৃত্ব কাদের হাতে উঠছে, তা জানতে শিল্প সংশ্লিষ্টসহ সকলের আগ্রহ তুঙ্গে।