০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আজ জরুরি সংবাদ সম্মেলন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 144

ছবি সংগৃহীত

 

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গোপন বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। গত শনিবার রাতে সেনানিবাসে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও জামায়াত নেতারা এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই উল্লেখ করেছেন। সোমবার (২৬ মে) একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি।”

বিজ্ঞাপন

তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অনীহা প্রকাশ করে বলেন, “সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয়ে আলোচনা হয়নি। যতটুকু বলেছি, তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।”

এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনার পটভূমিতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এবং সর্বদলীয় সংলাপের দাবিতে জামায়াতের সক্রিয় অবস্থান এই বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে সম্প্রতি দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক ও সংবাদ সম্মেলন জাতীয় রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আজ জরুরি সংবাদ সম্মেলন

আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গোপন বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। গত শনিবার রাতে সেনানিবাসে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও জামায়াত নেতারা এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই উল্লেখ করেছেন। সোমবার (২৬ মে) একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি।”

বিজ্ঞাপন

তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অনীহা প্রকাশ করে বলেন, “সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয়ে আলোচনা হয়নি। যতটুকু বলেছি, তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।”

এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনার পটভূমিতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এবং সর্বদলীয় সংলাপের দাবিতে জামায়াতের সক্রিয় অবস্থান এই বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে সম্প্রতি দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক ও সংবাদ সম্মেলন জাতীয় রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।