০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আজ জরুরি সংবাদ সম্মেলন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 172

ছবি সংগৃহীত

 

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গোপন বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। গত শনিবার রাতে সেনানিবাসে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও জামায়াত নেতারা এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই উল্লেখ করেছেন। সোমবার (২৬ মে) একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি।”

বিজ্ঞাপন

তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অনীহা প্রকাশ করে বলেন, “সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয়ে আলোচনা হয়নি। যতটুকু বলেছি, তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।”

এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনার পটভূমিতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এবং সর্বদলীয় সংলাপের দাবিতে জামায়াতের সক্রিয় অবস্থান এই বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে সম্প্রতি দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক ও সংবাদ সম্মেলন জাতীয় রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আজ জরুরি সংবাদ সম্মেলন

আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গোপন বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। গত শনিবার রাতে সেনানিবাসে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও জামায়াত নেতারা এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই উল্লেখ করেছেন। সোমবার (২৬ মে) একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি।”

বিজ্ঞাপন

তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অনীহা প্রকাশ করে বলেন, “সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয়ে আলোচনা হয়নি। যতটুকু বলেছি, তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।”

এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনার পটভূমিতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এবং সর্বদলীয় সংলাপের দাবিতে জামায়াতের সক্রিয় অবস্থান এই বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে সম্প্রতি দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক ও সংবাদ সম্মেলন জাতীয় রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।