ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগর-রুনি হত্যা: ১১৮ বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ অপসারণ নয়, নিজ ইচ্ছাতেই সরে যেতে চান পররাষ্ট্রসচিব: জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন অচল সেন্টমার্টিন দ্বীপে দুর্বিষহ জীবন নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায় শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ইউক্রেনের সুমিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ৬ ইউক্রেনীয় সেনা নিহত

শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

অতীতের ভুলে না ফিরে এলিট বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নতুন উদ্যমে আইন ও মানবাধিকারের আলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় র‍্যাব ফোর্সেসের সদর দপ্তরে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “র‍্যাবকে অবশ্যই সংবিধান ও মানবাধিকারের মানদণ্ড অনুসরণ করে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, জনগণ খুব দ্রুতই এর ইতিবাচক প্রভাব দেখতে পাবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা র‍্যাবের অতীত প্রসঙ্গে বলেন, “যখন থেকে বাহিনীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু হয় বিশেষ করে বিরোধী দল দমনে তখন থেকেই গুম, খুনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিশেষ করে আগের ফ্যাসিস্ট সরকারের আমলে এসব অভিযোগ ছিল সর্বোচ্চ পর্যায়ে। এখন থেকে র‍্যাবকে আর কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। এটি কঠোরভাবে বন্ধ করতে হবে।”

তিনি আরও জানান, বর্তমান সময়ে র‍্যাব আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা উদ্যোগে বাহিনীটি সক্রিয়ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে র‍্যাব সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের সেবায় আত্মনিয়োগ করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও জনসুরক্ষা নিশ্চিত করতে আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব অব্যাহত রাখতে হবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, যেখানে র‍্যাব সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তৃতায় স্বরাষ্ট্র উপদেষ্টা র‍্যাবের প্রতি তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন এবং বাহিনীটিকে আধুনিক, মানবিক ও জনবান্ধব রূপে গড়ে তোলার আহ্বান জানান।

শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে অনুষ্ঠানে ভবিষ্যতের পথচলায় আরও স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখার বার্তা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

অতীতের ভুলে না ফিরে এলিট বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নতুন উদ্যমে আইন ও মানবাধিকারের আলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় র‍্যাব ফোর্সেসের সদর দপ্তরে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “র‍্যাবকে অবশ্যই সংবিধান ও মানবাধিকারের মানদণ্ড অনুসরণ করে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, জনগণ খুব দ্রুতই এর ইতিবাচক প্রভাব দেখতে পাবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা র‍্যাবের অতীত প্রসঙ্গে বলেন, “যখন থেকে বাহিনীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু হয় বিশেষ করে বিরোধী দল দমনে তখন থেকেই গুম, খুনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিশেষ করে আগের ফ্যাসিস্ট সরকারের আমলে এসব অভিযোগ ছিল সর্বোচ্চ পর্যায়ে। এখন থেকে র‍্যাবকে আর কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। এটি কঠোরভাবে বন্ধ করতে হবে।”

তিনি আরও জানান, বর্তমান সময়ে র‍্যাব আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা উদ্যোগে বাহিনীটি সক্রিয়ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে র‍্যাব সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের সেবায় আত্মনিয়োগ করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও জনসুরক্ষা নিশ্চিত করতে আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব অব্যাহত রাখতে হবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, যেখানে র‍্যাব সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তৃতায় স্বরাষ্ট্র উপদেষ্টা র‍্যাবের প্রতি তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন এবং বাহিনীটিকে আধুনিক, মানবিক ও জনবান্ধব রূপে গড়ে তোলার আহ্বান জানান।

শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে অনুষ্ঠানে ভবিষ্যতের পথচলায় আরও স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখার বার্তা দেওয়া হয়।