ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগর-রুনি হত্যা: ১১৮ বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ অপসারণ নয়, নিজ ইচ্ছাতেই সরে যেতে চান পররাষ্ট্রসচিব: জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন অচল সেন্টমার্টিন দ্বীপে দুর্বিষহ জীবন নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায় শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ইউক্রেনের সুমিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ৬ ইউক্রেনীয় সেনা নিহত

শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের শ্রমিকদের পাওনা পরিশোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। চলতি মাসের ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে দায়ী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে সচিবালয়ে ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের শেষ সময় ২৮ জুন। এরপর আর কোনো ছাড় নয়। যাদের বিরুদ্ধে মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তারা দেশের বাইরে পালাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি বিদেশে থাকলে তাদের ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছি।”

তিনি আরও জানান, ইতোমধ্যে শ্রমিকদের বেতন না দেওয়ায় পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। অনেকের বিরুদ্ধেই শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। যারা পাওনা পরিশোধ করবেন না, তাদের জেলে যেতেই হবে। বেতন না দিলে কোনো মালিক যেন ঢাকার বাইরেও যেতে না পারেন, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এছাড়া ঈদের সময় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চে চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা। পাশাপাশি ঈদের আগে ও পরে তিনদিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

উল্লেখ্য, প্রতি ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে নানা অভিযোগ ওঠে। সরকার এবার সেই পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই কঠোর অবস্থান নিয়েছে। শ্রমিকদের পাওনা আদায়ে সরকারের এমন উদ্যোগ শ্রমজীবী মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা

আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের শ্রমিকদের পাওনা পরিশোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। চলতি মাসের ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে দায়ী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে সচিবালয়ে ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের শেষ সময় ২৮ জুন। এরপর আর কোনো ছাড় নয়। যাদের বিরুদ্ধে মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তারা দেশের বাইরে পালাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি বিদেশে থাকলে তাদের ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছি।”

তিনি আরও জানান, ইতোমধ্যে শ্রমিকদের বেতন না দেওয়ায় পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। অনেকের বিরুদ্ধেই শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। যারা পাওনা পরিশোধ করবেন না, তাদের জেলে যেতেই হবে। বেতন না দিলে কোনো মালিক যেন ঢাকার বাইরেও যেতে না পারেন, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এছাড়া ঈদের সময় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চে চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা। পাশাপাশি ঈদের আগে ও পরে তিনদিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

উল্লেখ্য, প্রতি ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে নানা অভিযোগ ওঠে। সরকার এবার সেই পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই কঠোর অবস্থান নিয়েছে। শ্রমিকদের পাওনা আদায়ে সরকারের এমন উদ্যোগ শ্রমজীবী মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।