এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

- আপডেট সময় ০২:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 6
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হলেও এর কার্যক্রম ও স্বার্থ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ মে) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সার্বিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং আমরা আশাবাদী, গতবারের চেয়ে রাজস্ব আদায় কম হবে না।”
তিনি আরও বলেন, “বিশ্বের অন্যান্য দেশেও রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা আলাদাভাবে পরিচালিত হয়। একই ধারা অনুসরণ করেই বাংলাদেশে এই পরিবর্তন আনা হয়েছে। এতে রাজস্ব কর্মকর্তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অধ্যাদেশটি ভালোভাবে পর্যালোচনা করলেই বিষয়টি পরিষ্কার হবে।”
এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাতে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে বিলুপ্ত করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ সিদ্ধান্তের আগে আয়কর ও কাস্টমস ক্যাডারের অনেক কর্মকর্তার মতামত উপেক্ষা করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, এনবিআরের বর্তমান জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে যুক্ত হবে এবং প্রয়োজন অনুযায়ী এখান থেকে কিছু কর্মকর্তা রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। একইসঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জনবলও রাজস্ব নীতি বিভাগে স্থানান্তরিত করা হবে।
অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কাঠামো ও দায়িত্বে সামান্য পরিবর্তন আনা হয়েছে। তবে প্রশাসনিক পদে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
নতুন এই ব্যবস্থার ফলে রাজস্ব আদায় ও ব্যবস্থাপনার মধ্যে কার্যকর সমন্বয় সাধিত হবে বলেও আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা।