ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। শনিবার (১০ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি এই সিদ্ধান্তের কথা জানায়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকা। এসব এলাকার মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, রাজনৈতিক মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ। জননিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি সকল নাগরিককে এই নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তার সরকারি বাসভবন ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ডিএমপির এই নির্দেশনা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

আপডেট সময় ০৪:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। শনিবার (১০ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি এই সিদ্ধান্তের কথা জানায়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকা। এসব এলাকার মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, রাজনৈতিক মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ। জননিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি সকল নাগরিককে এই নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তার সরকারি বাসভবন ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ডিএমপির এই নির্দেশনা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।