০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ডিএনসিসি প্রশাসক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 53

ছবি সংগৃহীত

 

ঢাকার প্রধান সড়কে আর কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ডিএনসিসি আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান। সভার বিষয় ছিল ‘ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ’।

বিজ্ঞাপন

সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, “ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত কোনো রিকশা চলবে না। তবে শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ই-রিকশা চলাচল করতে পারবে।” রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় তিনি জানান, অল্প সময়ের মধ্যে ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল এবং নীতিমালা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে শহরের ই-রিকশা ব্যবস্থাপনায় নিয়ম শৃঙ্খলা নিশ্চিত করা হবে।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিইপিআরসি ইজিবাইক প্রকল্পের পক্ষ থেকে নতুন স্ট্যান্ডার্ড মডেলের তিন চাকার স্বল্পগতির ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এই প্রস্তাব অনুযায়ী প্রোটোটাইপ প্রস্তুতের জন্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এবং পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় ০৭:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

ঢাকার প্রধান সড়কে আর কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ডিএনসিসি আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান। সভার বিষয় ছিল ‘ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ’।

বিজ্ঞাপন

সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, “ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত কোনো রিকশা চলবে না। তবে শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ই-রিকশা চলাচল করতে পারবে।” রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় তিনি জানান, অল্প সময়ের মধ্যে ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল এবং নীতিমালা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে শহরের ই-রিকশা ব্যবস্থাপনায় নিয়ম শৃঙ্খলা নিশ্চিত করা হবে।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিইপিআরসি ইজিবাইক প্রকল্পের পক্ষ থেকে নতুন স্ট্যান্ডার্ড মডেলের তিন চাকার স্বল্পগতির ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এই প্রস্তাব অনুযায়ী প্রোটোটাইপ প্রস্তুতের জন্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এবং পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য কর্মকর্তারা।