সিলেটে দেশের দ্বিতীয় আরএ-থ্রি কার্গো টার্মিনাল উদ্বোধন আজ
- আপডেট সময় ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / 112
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ উদ্বোধন হচ্ছে দেশের দ্বিতীয় ‘আরএ-থ্রি’ প্রটোকলসম্পন্ন কার্গো টার্মিনাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা সেখ বশির উদ্দিন রবিবার সন্ধ্যায় এই কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশের রপ্তানি খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বেবিচকের সচিব নাসরীন জাহান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। এরপর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সিলেট থেকে ফ্রান্সের উদ্দেশে প্রথম কার্গো ফ্লাইটটি উড্ডয়ন করবে।
জানা গেছে, গ্যালিস্টেয়ার এভিয়েশনের পরিচালনায় চার্টার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ মালবাহী বিমান প্রথম কার্গো ফ্লাইট হিসেবে ৬০ টন তৈরি পোশাক পণ্য নিয়ে স্পেনের উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এই তথ্য নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট।’
উল্লেখ্য, ঢাকার বাইরে এই প্রথম ‘আরএ-থ্রি’ প্রটোকল অনুসরণ করে কার্গো টার্মিনাল চালু হলো। এই টার্মিনালের প্রাথমিক ধারণক্ষমতা ১০০ টন। ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি, বিশেষ করে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইউডিএস) রয়েছে এতে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার সিলেটে চালু হলো আরএ-থ্রি প্রটোকলসম্পন্ন কার্গো টার্মিনাল। দীর্ঘদিন ধরেই এটি চালুর পরিকল্পনা থাকলেও বিভিন্ন জটিলতায় তা বিলম্বিত হয়। পরবর্তীতে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলেও রপ্তানি চাহিদা কম থাকায় শুরু করা যায়নি।
এদিকে, ভারতের স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্প্রতি বাতিল করে দেয় ভারত। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে এই কার্গো টার্মিনাল রপ্তানি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রপ্তানি শিল্পে এটি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।























