ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ায় কবুতর চুরির অপরাধে এক যুবককে পিটিয়ে হত্যা সিলেটে তামাবিল দিয়ে নারী,শিশুসহ ২২ বাংলাদশীকে ফেরত তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে নির্বাচন সিস্টেমের উপর : সিইসি ১৫ আগস্ট ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন উপেক্ষার জবাবে দুর্দান্ত হ্যাটট্রিক রোনালদোর ঢাবির আবাসিক হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা গাজায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার মুসলিম দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউরোপীয় রাব্বানিক সম্মেলন, আয়োজক আজারবাইজান যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা

শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের বোনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 63

ছবি সংগৃহীত

 

কাতারে অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির মধ্যে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেখ হিন্দ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির বোন।

আজ বুধবার দোহায় আয়োজিত এই বৈঠকে উভয় দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক ইস্যু এবং আন্তর্জাতিক মানবিক সংকট, বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৈঠকে রোহিঙ্গা সংকটের ন্যায়সংগত সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

এ সময় শেখ হিন্দ আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় কাতারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, “মানবতার কল্যাণে কাতার সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত।”

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গোলটেবিল আলোচনায় উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া, সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কাতারের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণে নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্মেলন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি এবং নেতৃত্ব আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের বোনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

কাতারে অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির মধ্যে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেখ হিন্দ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির বোন।

আজ বুধবার দোহায় আয়োজিত এই বৈঠকে উভয় দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক ইস্যু এবং আন্তর্জাতিক মানবিক সংকট, বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৈঠকে রোহিঙ্গা সংকটের ন্যায়সংগত সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

এ সময় শেখ হিন্দ আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় কাতারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, “মানবতার কল্যাণে কাতার সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত।”

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গোলটেবিল আলোচনায় উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া, সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কাতারের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণে নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্মেলন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি এবং নেতৃত্ব আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।