১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

শীর্ষ সম্মেলনে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে তিনি এই সফরে গিয়েছেন।

আজ মঙ্গলবার দোহায় সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন এবং স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারের প্রটোকলপ্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। ড. ইউনূসের সফরসঙ্গীরাও এই সফরে তার সঙ্গে রয়েছেন।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য আর্থনা শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। বিশ্বব্যাপী নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও গবেষকদের অংশগ্রহণে এই সম্মেলন কাতার আয়োজিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন।

সফরকালে ড. মুহাম্মদ ইউনূসের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দু’দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এই সফর কাতার-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ সম্মেলনে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে তিনি এই সফরে গিয়েছেন।

আজ মঙ্গলবার দোহায় সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন এবং স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারের প্রটোকলপ্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। ড. ইউনূসের সফরসঙ্গীরাও এই সফরে তার সঙ্গে রয়েছেন।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য আর্থনা শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। বিশ্বব্যাপী নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও গবেষকদের অংশগ্রহণে এই সম্মেলন কাতার আয়োজিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন।

সফরকালে ড. মুহাম্মদ ইউনূসের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দু’দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এই সফর কাতার-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।