ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগরিকার হ্যাটট্রিক: শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ বিএনপির দুই পক্ষে সংঘর্ষ: পাবনায় ১০ নেতাকর্মীর বহিষ্কার কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ান প্রতিনিধি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 70

ছবি সংগৃহীত

 

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা। এ প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং।

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কিহাক সুং। তিনি বাংলাদেশে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে এসেছেন বলে জানা গেছে। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প খাতের বিকাশ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির নানা দিক নিয়ে আলাপ হয়।

এরই মধ্যে ঢাকায় শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’। সোমবার থেকে শুরু হওয়া এই চার দিনব্যাপী সম্মেলনে অংশ নিচ্ছেন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, আবুধাবি, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও প্রতিনিধিরা।

সম্মেলনের প্রথম দিনেই একটি বড় দল সফর করেছে চট্টগ্রামের আনোয়ারা, কোরিয়ান ইপিজেড (KEPZ) এবং মীরসরাই অর্থনৈতিক অঞ্চল। এসব অঞ্চলে বিদ্যমান শিল্প অবকাঠামো ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ঘুরে দেখেন তারা। বিনিয়োগকারীরা এসব স্থানে সম্ভাব্য শিল্প স্থাপনা, বিদ্যুৎ-জ্বালানি ব্যবস্থা ও রপ্তানি সুবিধা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত ধারণা নেন।

মঙ্গলবার সকালে সম্মেলনের দ্বিতীয় দিনে বিনিয়োগকারীদের আরেকটি দল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)। এই দলে ছিলেন চীন, জাপান, সৌদি আরব, আবুধাবি ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। তারা উন্নত অবকাঠামো, পরিবেশবান্ধব কারখানা নির্মাণের সম্ভাবনা এবং সরকারি সহায়তা সম্পর্কে খোঁজখবর নেন।

বিশ্লেষকদের মতে, চলমান বিনিয়োগ সম্মেলন শুধু বিনিয়োগ আহ্বানের একটি আয়োজন নয়, বরং এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে বৈশ্বিক ব্যবসা-বিনিয়োগের মানচিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করার পথে এগিয়ে যাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতা ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের সুযোগ-সুবিধা তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ান প্রতিনিধি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

আপডেট সময় ০৫:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা। এ প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং।

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কিহাক সুং। তিনি বাংলাদেশে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে এসেছেন বলে জানা গেছে। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প খাতের বিকাশ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির নানা দিক নিয়ে আলাপ হয়।

এরই মধ্যে ঢাকায় শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’। সোমবার থেকে শুরু হওয়া এই চার দিনব্যাপী সম্মেলনে অংশ নিচ্ছেন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, আবুধাবি, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও প্রতিনিধিরা।

সম্মেলনের প্রথম দিনেই একটি বড় দল সফর করেছে চট্টগ্রামের আনোয়ারা, কোরিয়ান ইপিজেড (KEPZ) এবং মীরসরাই অর্থনৈতিক অঞ্চল। এসব অঞ্চলে বিদ্যমান শিল্প অবকাঠামো ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ঘুরে দেখেন তারা। বিনিয়োগকারীরা এসব স্থানে সম্ভাব্য শিল্প স্থাপনা, বিদ্যুৎ-জ্বালানি ব্যবস্থা ও রপ্তানি সুবিধা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত ধারণা নেন।

মঙ্গলবার সকালে সম্মেলনের দ্বিতীয় দিনে বিনিয়োগকারীদের আরেকটি দল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)। এই দলে ছিলেন চীন, জাপান, সৌদি আরব, আবুধাবি ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। তারা উন্নত অবকাঠামো, পরিবেশবান্ধব কারখানা নির্মাণের সম্ভাবনা এবং সরকারি সহায়তা সম্পর্কে খোঁজখবর নেন।

বিশ্লেষকদের মতে, চলমান বিনিয়োগ সম্মেলন শুধু বিনিয়োগ আহ্বানের একটি আয়োজন নয়, বরং এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে বৈশ্বিক ব্যবসা-বিনিয়োগের মানচিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করার পথে এগিয়ে যাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতা ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের সুযোগ-সুবিধা তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।