০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সফল করতে সংকল্পবদ্ধ অন্তর্বর্তী সরকার: ফয়েজ তৈয়্যব’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 104

ছবি সংগৃহীত

 

বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ উৎসাহিত করতে শুরু হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। এই সামিট ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি এবং আগ্রহে মুখর হয়ে উঠেছে দেশের অর্থনৈতিক পরিমণ্ডল। সামিটের প্রথম দিনেই বিভিন্ন কর্মসূচি, ঘনঘন আলোচনাসভা এবং ঘোষণায় বিনিয়োগবান্ধব ভবিষ্যতের বার্তা মিলেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, “আমরা যারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছি, আমাদের মনোবল অত্যন্ত দৃঢ়। দেশের স্বার্থে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”

বিজ্ঞাপন

তিনি জানান, প্রায় ৬০টি দেশের বিনিয়োগকারী ইতিমধ্যেই দেশের ইপিজেড পরিদর্শন করেছেন। বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট প্রোগ্রামে ১৫০০’রও বেশি দেশি-বিদেশি উদ্যোক্তা অংশ নেন। ছিল ২৫টি দেশের বিনিয়োগকারীদের অংশগ্রহণে ১৫টি উচ্চমানের সেশন।

ফয়েজ তৈয়্যব আরও জানান, “বাংলাদেশ ব্যাংক ৮০০ কোটি টাকার ফান্ড অব ফান্ড ঘোষণা দিয়েছে, যা তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সহায়ক হবে। বিডা বিনিয়োগ সহজীকরণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ডাটা প্রটেকশন আইন ও ইন্টারনেট ব্যবহারে গ্যারান্টি এনে ব্যবসার পরিবেশ আরও সহনীয় হবে।”

তবে এই সাফল্যের মুহূর্তে একটি গোষ্ঠীর নেতিবাচক তৎপরতা সম্পর্কে সতর্ক করে দেন তিনি। “কিছু অসাধুচক্র দেশি-বিদেশি স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালদের ফোন করে সামিট বয়কটের অনুরোধ জানিয়েছে। একজন উদ্যোক্তা আমাকে ব্যক্তিগতভাবে এ বিষয়ে জানিয়েছেন,” বলেন ফয়েজ তৈয়্যব।

তিনি আরও অভিযোগ করেন, “দেশের একটি পরিচিত স্টার্টআপের বিষাক্ত মানসিকতার মালিক এই অপচেষ্টা চালাচ্ছেন। তাদের আমরা সতর্ক করছি প্রয়োজনে আইনের আওতায় আনা হবে।”

সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কয়েকটি শপিংমলে হামলার ঘটনা দুঃখজনক। সবাইকে অনুরোধ করছি, আইন নিজের হাতে তুলে নেবেন না।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, “যতই ষড়যন্ত্র হোক, দেশের স্বার্থে আমাদের কাজ থেমে থাকবে না। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সফল হবেই।”

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সফল করতে সংকল্পবদ্ধ অন্তর্বর্তী সরকার: ফয়েজ তৈয়্যব’

আপডেট সময় ১১:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ উৎসাহিত করতে শুরু হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। এই সামিট ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি এবং আগ্রহে মুখর হয়ে উঠেছে দেশের অর্থনৈতিক পরিমণ্ডল। সামিটের প্রথম দিনেই বিভিন্ন কর্মসূচি, ঘনঘন আলোচনাসভা এবং ঘোষণায় বিনিয়োগবান্ধব ভবিষ্যতের বার্তা মিলেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, “আমরা যারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছি, আমাদের মনোবল অত্যন্ত দৃঢ়। দেশের স্বার্থে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”

বিজ্ঞাপন

তিনি জানান, প্রায় ৬০টি দেশের বিনিয়োগকারী ইতিমধ্যেই দেশের ইপিজেড পরিদর্শন করেছেন। বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট প্রোগ্রামে ১৫০০’রও বেশি দেশি-বিদেশি উদ্যোক্তা অংশ নেন। ছিল ২৫টি দেশের বিনিয়োগকারীদের অংশগ্রহণে ১৫টি উচ্চমানের সেশন।

ফয়েজ তৈয়্যব আরও জানান, “বাংলাদেশ ব্যাংক ৮০০ কোটি টাকার ফান্ড অব ফান্ড ঘোষণা দিয়েছে, যা তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সহায়ক হবে। বিডা বিনিয়োগ সহজীকরণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ডাটা প্রটেকশন আইন ও ইন্টারনেট ব্যবহারে গ্যারান্টি এনে ব্যবসার পরিবেশ আরও সহনীয় হবে।”

তবে এই সাফল্যের মুহূর্তে একটি গোষ্ঠীর নেতিবাচক তৎপরতা সম্পর্কে সতর্ক করে দেন তিনি। “কিছু অসাধুচক্র দেশি-বিদেশি স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালদের ফোন করে সামিট বয়কটের অনুরোধ জানিয়েছে। একজন উদ্যোক্তা আমাকে ব্যক্তিগতভাবে এ বিষয়ে জানিয়েছেন,” বলেন ফয়েজ তৈয়্যব।

তিনি আরও অভিযোগ করেন, “দেশের একটি পরিচিত স্টার্টআপের বিষাক্ত মানসিকতার মালিক এই অপচেষ্টা চালাচ্ছেন। তাদের আমরা সতর্ক করছি প্রয়োজনে আইনের আওতায় আনা হবে।”

সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কয়েকটি শপিংমলে হামলার ঘটনা দুঃখজনক। সবাইকে অনুরোধ করছি, আইন নিজের হাতে তুলে নেবেন না।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, “যতই ষড়যন্ত্র হোক, দেশের স্বার্থে আমাদের কাজ থেমে থাকবে না। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সফল হবেই।”