ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই। রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা সর্দি কাশি নিরাময়ে লবঙ্গের ৭টি স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভয়াবহ ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমাদের রাজনৈতিক সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রমের সঙ্গে সন্ত্রাস এবং বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে দেশের চলমান গণআন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের মুখে জনগণের বিবেককে নাড়িয়ে দিয়েছে এই নির্মম ঘটনা। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এমন ঘৃণ্য হত্যাকাণ্ড বিচারহীন থেকে গেলে তা সমাজে ভয়ানক বার্তা পৌঁছে দেবে।”

বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই নৃশংস ঘটনার নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।”

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে হাসপাতালের ভেতরে মারধর করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজধানীর ঐতিহাসিক মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভয়াবহ ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমাদের রাজনৈতিক সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রমের সঙ্গে সন্ত্রাস এবং বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে দেশের চলমান গণআন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের মুখে জনগণের বিবেককে নাড়িয়ে দিয়েছে এই নির্মম ঘটনা। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এমন ঘৃণ্য হত্যাকাণ্ড বিচারহীন থেকে গেলে তা সমাজে ভয়ানক বার্তা পৌঁছে দেবে।”

বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই নৃশংস ঘটনার নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।”

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে হাসপাতালের ভেতরে মারধর করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।