০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 190

ছবি: সংগৃহীত

 

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর সময় এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে তিনি ভাটারা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়। নুসরাত ফারিয়া এই মামলার ২০৭ নম্বর আসামি। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

পরদিন সোমবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে আজ পুনরায় জামিন আবেদন করলে, বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

আপডেট সময় ১১:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

 

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর সময় এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে তিনি ভাটারা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়। নুসরাত ফারিয়া এই মামলার ২০৭ নম্বর আসামি। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

পরদিন সোমবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে আজ পুনরায় জামিন আবেদন করলে, বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।