০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

প্রতারণার মিথ্যা মামলায় বাদীকে জরিমানা, আসামি খালাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 94

ছবি: সংগৃহীত

 

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলায় বাদীকে জরিমানা ও আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ের আদেশে বলা হয়েছে, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন যে, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছে থেকে আসামি রোকেয়া ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফের‍ত চাইলে আসামি রোকেয়া বাদীকে হত্যার হুমকি দেন।

নিউজটি শেয়ার করুন

প্রতারণার মিথ্যা মামলায় বাদীকে জরিমানা, আসামি খালাস

আপডেট সময় ০৬:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলায় বাদীকে জরিমানা ও আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ের আদেশে বলা হয়েছে, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন যে, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছে থেকে আসামি রোকেয়া ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফের‍ত চাইলে আসামি রোকেয়া বাদীকে হত্যার হুমকি দেন।