ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ভিএআর বিভ্রাটে বিতর্ক, ইয়ামালের গোলে ড্রয়ে রক্ষা পেল বার্সেলোনা আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫০০ ছাড়িয়েছে ভিসা জালিয়াতদের জন্য যুক্তরাষ্ট্রের আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ইসরায়েলি হামলায় গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা

প্রতারণার মিথ্যা মামলায় বাদীকে জরিমানা, আসামি খালাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 46

ছবি: সংগৃহীত

 

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলায় বাদীকে জরিমানা ও আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ের আদেশে বলা হয়েছে, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন যে, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছে থেকে আসামি রোকেয়া ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফের‍ত চাইলে আসামি রোকেয়া বাদীকে হত্যার হুমকি দেন।

নিউজটি শেয়ার করুন

প্রতারণার মিথ্যা মামলায় বাদীকে জরিমানা, আসামি খালাস

আপডেট সময় ০৬:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলায় বাদীকে জরিমানা ও আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ের আদেশে বলা হয়েছে, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন যে, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছে থেকে আসামি রোকেয়া ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফের‍ত চাইলে আসামি রোকেয়া বাদীকে হত্যার হুমকি দেন।