০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

ধানমণ্ডিতে গ্রেপ্তার কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 126

ছবি সংগৃহীত

 

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মো. জাফর আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠতে থাকে। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় আলোচনায় আসেন তিনি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় জায়গা হারান জাফর আলম। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তবে পরাজিত হন।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় জাফর আলম ধানমণ্ডিতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত চলছে এবং শিগগিরই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাবেক এই সংসদ সদস্যের গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। স্থানীয় পর্যায়ে তার কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে বিচার প্রক্রিয়ার অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক চক্রান্ত বলেও দাবি করছেন।

পুলিশ জানিয়েছে, জাফর আলমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ধানমণ্ডিতে গ্রেপ্তার কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম

আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মো. জাফর আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠতে থাকে। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় আলোচনায় আসেন তিনি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় জায়গা হারান জাফর আলম। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তবে পরাজিত হন।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় জাফর আলম ধানমণ্ডিতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত চলছে এবং শিগগিরই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাবেক এই সংসদ সদস্যের গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। স্থানীয় পর্যায়ে তার কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে বিচার প্রক্রিয়ার অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক চক্রান্ত বলেও দাবি করছেন।

পুলিশ জানিয়েছে, জাফর আলমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।