০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

জামায়াতে ইসলামীর আমির: আপোষের পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিলেন জামায়াত নেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 111

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুরআন ও সুন্নাহর আদর্শে ভিত্তি করে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য দেশের সকল মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি যোগ করেন, “আগামী দিনের উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের একত্রে কাজ করতে হবে। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, বরং যেখানে অন্যায়, সেখানে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমাদের সকল ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। জামায়াতে ইসলামী সেই আদর্শের পথ অনুসরণ করে, যেখানে আমাদের পূর্বসূরী নেতারা কোনও অন্যায়ের সঙ্গে আপোষ না করে হাসিমুখে মৃত্যুকে গ্রহণ করেছিলেন।”

পথসভায় অন্যান্য বক্তারা জামায়াতের সংগ্রামী আদর্শের গুরুত্ব তুলে ধরেন। কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সুজন সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের অবদানকে তুলে ধরেন।

এছাড়া, জামায়াতের নেতারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে মানুষের কল্যাণ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

জামায়াতে ইসলামীর আমির: আপোষের পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিলেন জামায়াত নেতারা

আপডেট সময় ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুরআন ও সুন্নাহর আদর্শে ভিত্তি করে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য দেশের সকল মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি যোগ করেন, “আগামী দিনের উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের একত্রে কাজ করতে হবে। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, বরং যেখানে অন্যায়, সেখানে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমাদের সকল ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। জামায়াতে ইসলামী সেই আদর্শের পথ অনুসরণ করে, যেখানে আমাদের পূর্বসূরী নেতারা কোনও অন্যায়ের সঙ্গে আপোষ না করে হাসিমুখে মৃত্যুকে গ্রহণ করেছিলেন।”

পথসভায় অন্যান্য বক্তারা জামায়াতের সংগ্রামী আদর্শের গুরুত্ব তুলে ধরেন। কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সুজন সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের অবদানকে তুলে ধরেন।

এছাড়া, জামায়াতের নেতারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে মানুষের কল্যাণ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।