ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

৫৮তম বিশ্ব ইজতেমা: প্রস্তুতি প্রায় সম্পন্ন

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এরই মধ্যে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ইজতেমা ময়দানের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, টয়লেট সুবিধা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। সিটি করপোরেশন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ইজতেমা চলাকালে মুসল্লিদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।

ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এবং তৃতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা সমাপ্ত হবে।

গাজীপুর সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন ইজতেমা ময়দানের আশপাশে অবৈধ দোকানপাট অপসারণের জন্য অভিযান পরিচালনা করবে। এছাড়া, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে।

ইজতেমার সুষ্ঠু আয়োজনের জন্য সরকারের সকল পক্ষ কাজ করছে। শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “এ বছর ইজতেমার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ শেষ হবে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫২৩ বার পড়া হয়েছে

৫৮তম বিশ্ব ইজতেমা: প্রস্তুতি প্রায় সম্পন্ন

আপডেট সময় ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এরই মধ্যে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ইজতেমা ময়দানের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, টয়লেট সুবিধা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। সিটি করপোরেশন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ইজতেমা চলাকালে মুসল্লিদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।

ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এবং তৃতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা সমাপ্ত হবে।

গাজীপুর সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন ইজতেমা ময়দানের আশপাশে অবৈধ দোকানপাট অপসারণের জন্য অভিযান পরিচালনা করবে। এছাড়া, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে।

ইজতেমার সুষ্ঠু আয়োজনের জন্য সরকারের সকল পক্ষ কাজ করছে। শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “এ বছর ইজতেমার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ শেষ হবে।”