শিশুদের কান্নায় ভারী ক্রিভি রিহ, রুশ ক্ষেপণাস্ত্রে নিহত ১৮

- আপডেট সময় ১১:৫৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / 23
রাশিয়ার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলায় আবারও রক্তাক্ত হল ইউক্রেনের শহর ক্রিভি রিহ। শুক্রবার সন্ধ্যায় চালানো এই হামলায় অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছে ৯ জন শিশু। আহত হয়েছেন অন্তত ৪০ জনের বেশি। এই হৃদয়বিদারক খবর নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যিনি নিজেও এই শহরের সন্তান।
স্থানীয় প্রশাসন জানায়, একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে। বিস্ফোরণের পর একটি খেলার মাঠে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় ১০ তলা ভবনের একটি ফ্ল্যাট, রাস্তায় ছড়িয়ে পড়ে আহত মানুষের আর্তনাদ। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের প্রধান সেরহি লিসাক বলেন, আহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র তিন মাস।
প্রতিরক্ষা প্রধান ওলেকসান্ডার ভিলকুল জানান, এটি ছিল ২০২২ সালের পর শহরটির ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। তিনি বলেন, “ক্ষেপণাস্ত্রটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়। শিশুরা খেলার মাঠেই প্রাণ হারিয়েছে। এমন নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করা কঠিন।”
এরপর রাতে শহরটিতে চালানো হয় আরও একাধিক ড্রোন হামলা। অন্তত চারটি স্থানে আগুন লাগে। একটি বাড়িতে আগুনে পুড়ে মারা যান এক বৃদ্ধ নারী। আহত হন আরও পাঁচজন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ‘ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের’ একটি বৈঠক লক্ষ্য করে ‘নির্ভুল’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেখানে ৮৫ জন নিহত হয়েছে বলে তাদের দাবি। তবে তারা এ সংক্রান্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
ইউক্রেনীয় সেনাবাহিনী এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের যুদ্ধাপরাধ ঢাকার চেষ্টা করছে। হামলায় ব্যবহৃত হয়েছে ক্লাস্টার ওয়ারহেডসহ ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কিয়েভে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক কর্মকর্তারা। তবে মাটিতে সহিংসতা কমার কোনো ইঙ্গিত নেই শুধু বাড়ছে ধ্বংস আর কান্নার ভার।