ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তি আলোচনার মধ্যেই রক্তাক্ত লড়াই: ইউক্রেন-রাশিয়া হামলা-পাল্টা হামলায় হতাহতের মিছিল জাতীয় নির্বাচনের আগে ৯ দফা সংস্কারে ইসির দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন ইসি সচিব ঈদে বাড়বে যৌথবাহিনীর তৎপরতা, অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা শীর্ষ বৈঠকের সম্ভাবনা, ইউনূস-মোদি বৈঠকে ঢাকার আগ্রহ, দিল্লির সাড়া প্রতীক্ষায়: পররাষ্ট্রসচিব স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা  বাংলাদেশে আসছে ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে স্টারলিংক ইন্টারনেট: বাণিজ্যিক সম্প্রচারে বড় অগ্রগতি জীবদ্দশায় জাতীয় পুরস্কার প্রদানের নিয়ম চালু করার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান  গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরাসহ দুই সাংবাদিক নিহত: জিএমওর তীব্র নিন্দা ভুতুড়ে টিআরপিতে বিপাকে টিভি চ্যানেল, জবাবদিহির দাবি গণমাধ্যম কমিশনের তামিম ইকবাল ভাল আছেন, শঙ্কা কিছুটা কমলেও সতর্ক থাকতে বললেন চিকিৎসকেরা

ফিলিস্তিনের দূত ইউসুফ রামাদানের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, গাজা সংকটে গভীর শোক প্রকাশ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

 

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

রবিবার (২৩ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসে আন্তরিক পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি ফিলিস্তিনি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিল।

সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় বাংলাদেশ ও ফিলিস্তিনের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে চলমান বিভিন্ন বিষয় উঠে আসে।

বিশেষভাবে, সেনাবাহিনী প্রধান গাজায় ইসরায়েলি হামলায় নিহত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি গাজায় চলমান সহিংসতা অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সংকটের দ্রুত সমাধান কামনা করেন।

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বাংলাদেশ যে আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে, বিশেষ করে ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া তা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ।

সাক্ষাতের পুরো সময়টাই ছিল উষ্ণতা, সম্মান ও সহযোগিতার বার্তায় ভরপুর। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন ও মানবিক অবস্থান আবারও ফুটে উঠল এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের দূত ইউসুফ রামাদানের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, গাজা সংকটে গভীর শোক প্রকাশ

আপডেট সময় ০৫:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

 

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

রবিবার (২৩ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসে আন্তরিক পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি ফিলিস্তিনি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিল।

সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় বাংলাদেশ ও ফিলিস্তিনের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে চলমান বিভিন্ন বিষয় উঠে আসে।

বিশেষভাবে, সেনাবাহিনী প্রধান গাজায় ইসরায়েলি হামলায় নিহত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি গাজায় চলমান সহিংসতা অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সংকটের দ্রুত সমাধান কামনা করেন।

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বাংলাদেশ যে আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে, বিশেষ করে ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া তা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ।

সাক্ষাতের পুরো সময়টাই ছিল উষ্ণতা, সম্মান ও সহযোগিতার বার্তায় ভরপুর। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন ও মানবিক অবস্থান আবারও ফুটে উঠল এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে।