০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ফিলিস্তিনের দূত ইউসুফ রামাদানের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, গাজা সংকটে গভীর শোক প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 92

ছবি সংগৃহীত

 

 

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

বিজ্ঞাপন

রবিবার (২৩ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসে আন্তরিক পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি ফিলিস্তিনি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিল।

সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় বাংলাদেশ ও ফিলিস্তিনের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে চলমান বিভিন্ন বিষয় উঠে আসে।

বিশেষভাবে, সেনাবাহিনী প্রধান গাজায় ইসরায়েলি হামলায় নিহত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি গাজায় চলমান সহিংসতা অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সংকটের দ্রুত সমাধান কামনা করেন।

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বাংলাদেশ যে আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে, বিশেষ করে ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া তা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ।

সাক্ষাতের পুরো সময়টাই ছিল উষ্ণতা, সম্মান ও সহযোগিতার বার্তায় ভরপুর। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন ও মানবিক অবস্থান আবারও ফুটে উঠল এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনের দূত ইউসুফ রামাদানের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, গাজা সংকটে গভীর শোক প্রকাশ

আপডেট সময় ০৫:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

 

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

বিজ্ঞাপন

রবিবার (২৩ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসে আন্তরিক পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি ফিলিস্তিনি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিল।

সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় বাংলাদেশ ও ফিলিস্তিনের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে চলমান বিভিন্ন বিষয় উঠে আসে।

বিশেষভাবে, সেনাবাহিনী প্রধান গাজায় ইসরায়েলি হামলায় নিহত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি গাজায় চলমান সহিংসতা অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সংকটের দ্রুত সমাধান কামনা করেন।

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বাংলাদেশ যে আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে, বিশেষ করে ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া তা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ।

সাক্ষাতের পুরো সময়টাই ছিল উষ্ণতা, সম্মান ও সহযোগিতার বার্তায় ভরপুর। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন ও মানবিক অবস্থান আবারও ফুটে উঠল এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে।