ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ‘অপারেশন ইগল হান্ট’ মামলায় চাঁপাইনবাবগঞ্জে আ’ লীগ নেতা গ্রেফতার জুলাই আন্দোলন মামলায় আত্মসমর্পণে জামিন পেলেন অপু বিশ্বাস অধ্যাদেশ প্রণয়নে চতুরতা হয়েছে, সংশোধনের পথে সরকার: জ্বালানি উপদেষ্টা সারাদেশে চিরুনি অভিযান শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে: নাহিদ ইসলাম সফল ক্লাব বিশ্বকাপ, আমাদের আয় ২৪ হাজার কোটি টাকা: ফিফা সভাপতি ফুলবাড়িয়ার আনারসের বাম্পার ফলনে রাসায়নিকের ছোঁয়া, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা শৃঙ্খলাহীন বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে: প্রেস সচিব চলতি সপ্তাহের আলোচনায় বড় ধরনের অগ্রগতি আনতে চায় কমিশন: আলী রীয়াজ

আগুন ও বিদ্যুৎ বিভ্রাটের ধাক্কা কাটিয়ে হিথ্রো বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার সারাদিন বন্ধ থাকার পর, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। তবে শনিবার থেকে পূর্ণাঙ্গ পরিষেবা চালু হওয়ার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে। হিথ্রোর কাছাকাছি অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগে মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। লন্ডন ফায়ার ব্রিগেডের প্রায় ৭০ জন সদস্য দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই আগুনের কারণে আশপাশের প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে দুপুর ২টার দিকে আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার যাত্রীকে সেবা দেয়। ৮০টির বেশি দেশের সঙ্গে সংযুক্ত হিথ্রো হঠাৎ বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক উড়োজাহাজ চলাচলের সময়সূচিতে বিশৃঙ্খলা দেখা দেয়।

শুক্রবার এক দিনে প্রায় ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের কেউ কেউ বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হন। কেউবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সঠিক তথ্য পাননি।

এমন অপ্রত্যাশিত বিপর্যয়ে ব্রিটিশ বিমান পরিবহন খাত বেশ বড় ধাক্কা খেল। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

হিথ্রোর এই ঘটনা আবারও প্রমাণ করে, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্থাপনায় সামান্য একটি বিপর্যয় কিভাবে পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আগুন ও বিদ্যুৎ বিভ্রাটের ধাক্কা কাটিয়ে হিথ্রো বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু

আপডেট সময় ১০:১৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার সারাদিন বন্ধ থাকার পর, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। তবে শনিবার থেকে পূর্ণাঙ্গ পরিষেবা চালু হওয়ার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে। হিথ্রোর কাছাকাছি অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগে মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। লন্ডন ফায়ার ব্রিগেডের প্রায় ৭০ জন সদস্য দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই আগুনের কারণে আশপাশের প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে দুপুর ২টার দিকে আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার যাত্রীকে সেবা দেয়। ৮০টির বেশি দেশের সঙ্গে সংযুক্ত হিথ্রো হঠাৎ বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক উড়োজাহাজ চলাচলের সময়সূচিতে বিশৃঙ্খলা দেখা দেয়।

শুক্রবার এক দিনে প্রায় ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের কেউ কেউ বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হন। কেউবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সঠিক তথ্য পাননি।

এমন অপ্রত্যাশিত বিপর্যয়ে ব্রিটিশ বিমান পরিবহন খাত বেশ বড় ধাক্কা খেল। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

হিথ্রোর এই ঘটনা আবারও প্রমাণ করে, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্থাপনায় সামান্য একটি বিপর্যয় কিভাবে পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।