০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুর মৃত্যু, স্থল অভিযান শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 104

ছবি: সংগৃহীত

 

ইসরাইলি ড্রোন হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আসদায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম ওমর কাসেম তালাব আবু শারকিয়া, বয়স মাত্র আড়াই বছর। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ওয়াফার সংবাদদাতা জানান, ইসরাইলি ড্রোনটি সরাসরি শিশুটির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত রাফাহ শহরের কুয়েতি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় যখন প্রতিদিন অসংখ্য নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছে, তখনই আরও এক নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর হৃদয়বিদারক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বকে।

এদিকে, বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই এবার ‘স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি বাহিনী। বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ পুনরুদ্ধারের নামে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।

বার্তা সংস্থা এপি’র বরাতে এনডিটিভি জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হচ্ছে নেতজারিম করিডোর, যা আগে ইসরাইল সামরিক অঞ্চলের অংশ হিসেবে ব্যবহার করেছিল। ওই করিডোরটি গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করেছিল, যা পরে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ছাড়তে বাধ্য হয় ইসরাইল।

তবে নতুন করে চালানো এই স্থল অভিযান গাজায় ইসরাইলি আগ্রাসনকে আরও তীব্র করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের ফলে সংঘর্ষ আরও দীর্ঘায়িত হতে পারে এবং সাধারণ মানুষের প্রাণহানি বাড়তে পারে।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি অভিযান নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও, যুদ্ধবিরতির কার্যকর উদ্যোগ এখনো অগ্রগতি পাচ্ছে না। মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে লাখ লাখ ফিলিস্তিনি, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসার তীব্র সংকট দেখা দিয়েছে। তবুও সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই, বরং নতুন করে শুরু হওয়া স্থল অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুর মৃত্যু, স্থল অভিযান শুরু

আপডেট সময় ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

ইসরাইলি ড্রোন হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আসদায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম ওমর কাসেম তালাব আবু শারকিয়া, বয়স মাত্র আড়াই বছর। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ওয়াফার সংবাদদাতা জানান, ইসরাইলি ড্রোনটি সরাসরি শিশুটির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত রাফাহ শহরের কুয়েতি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় যখন প্রতিদিন অসংখ্য নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছে, তখনই আরও এক নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর হৃদয়বিদারক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বকে।

এদিকে, বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই এবার ‘স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি বাহিনী। বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ পুনরুদ্ধারের নামে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।

বার্তা সংস্থা এপি’র বরাতে এনডিটিভি জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হচ্ছে নেতজারিম করিডোর, যা আগে ইসরাইল সামরিক অঞ্চলের অংশ হিসেবে ব্যবহার করেছিল। ওই করিডোরটি গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করেছিল, যা পরে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ছাড়তে বাধ্য হয় ইসরাইল।

তবে নতুন করে চালানো এই স্থল অভিযান গাজায় ইসরাইলি আগ্রাসনকে আরও তীব্র করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের ফলে সংঘর্ষ আরও দীর্ঘায়িত হতে পারে এবং সাধারণ মানুষের প্রাণহানি বাড়তে পারে।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি অভিযান নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও, যুদ্ধবিরতির কার্যকর উদ্যোগ এখনো অগ্রগতি পাচ্ছে না। মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে লাখ লাখ ফিলিস্তিনি, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসার তীব্র সংকট দেখা দিয়েছে। তবুও সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই, বরং নতুন করে শুরু হওয়া স্থল অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।