ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
টক-মিষ্টি তেঁতুল: পাহাড়ের অর্থনীতির নতুন দিগন্ত, স্থানীয়দের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন টেকনাফে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের স্বপ্ন তেল উৎপাদন ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়: নাম চূড়ান্ত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব: নিহত ৩৪, বহু ঘরবাড়ি বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি আলোচনা: ইসরায়েলি প্রতিনিধি দলকে প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩১, হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৫ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই  আমাদের লক্ষ্য: সিইসি  ভয়েস অব আমেরিকার ভবিষ্যৎ অনিশ্চিত: ১,৩০০-এর বেশি কর্মী ছাঁটাই আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির ভবিষ্যতের জন্য শক্তিশালী সতর্কবার্তা: অ্যাটর্নি জেনারেল

কিউবায় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়

কিউবায় আবারও জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়: লাখো মানুষ অন্ধকারে

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

কিউবায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে আবারও ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে রাজধানী হাভানাসহ পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। শুক্রবার রাতে এ বিভ্রাট শুরু হলে দেশজুড়ে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়। এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

গত পাঁচ মাসের মধ্যে এটি চতুর্থবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের ঘটনা। দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় জানিয়েছে, রাত ৮টা ১৫ মিনিটের দিকে কিউবার পশ্চিমাঞ্চলের একটি সাবস্টেশনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত করে। দ্রুতই এটি পুরো বিদ্যুৎ গ্রিডে ছড়িয়ে পড়ে, ফলে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়।

কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তবে বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে হাসপাতাল, কলকারখানা এবং জনসাধারণের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, কিউবার অর্থনৈতিক সংকট এবং পুরনো বিদ্যুৎ অবকাঠামোর দুর্বলতা এই সমস্যার মূল কারণ। জ্বালানি ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে। তেল ও গ্যাস আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং প্রয়োজনীয় সংস্কার না করায় একের পর এক এ ধরনের বিপর্যয় ঘটছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষুব্ধ সাধারণ জনগণ দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। তবে সরকারের অর্থনৈতিক সংকট ও অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
৫০২ বার পড়া হয়েছে

কিউবায় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়

কিউবায় আবারও জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়: লাখো মানুষ অন্ধকারে

আপডেট সময় ০২:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

কিউবায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে আবারও ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে রাজধানী হাভানাসহ পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। শুক্রবার রাতে এ বিভ্রাট শুরু হলে দেশজুড়ে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়। এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

গত পাঁচ মাসের মধ্যে এটি চতুর্থবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের ঘটনা। দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় জানিয়েছে, রাত ৮টা ১৫ মিনিটের দিকে কিউবার পশ্চিমাঞ্চলের একটি সাবস্টেশনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত করে। দ্রুতই এটি পুরো বিদ্যুৎ গ্রিডে ছড়িয়ে পড়ে, ফলে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়।

কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তবে বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে হাসপাতাল, কলকারখানা এবং জনসাধারণের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, কিউবার অর্থনৈতিক সংকট এবং পুরনো বিদ্যুৎ অবকাঠামোর দুর্বলতা এই সমস্যার মূল কারণ। জ্বালানি ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে। তেল ও গ্যাস আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং প্রয়োজনীয় সংস্কার না করায় একের পর এক এ ধরনের বিপর্যয় ঘটছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষুব্ধ সাধারণ জনগণ দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। তবে সরকারের অর্থনৈতিক সংকট ও অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।