০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

লাতাকিয়া ও তারতুসে সহিংসতা: প্রাণঘাতী হামলায় নিহত ৭৪৫ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 94

ছবি: সংগৃহীত

 

সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া এবং তারতুসে সহিংসতা রক্তাক্ত আকার ধারণ করেছে। অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করছে, আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেককে পালানোর সুযোগ না দিয়ে তাদের রক্তক্ষরণে মৃত্যু হয়।

ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, গত শুক্র ও শনিবার আলাউইট সম্প্রদায়ের উপর আক্রমণে প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও বাশারপন্থী যোদ্ধারা। সহিংসতা এতটাই ব্যাপক, যে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ও তার অনুগত বাহিনীর বিরুদ্ধে এই সহিংসতার আঁতাত রয়েছে, যিনি নিজেও আলাউইট সম্প্রদায়ের সদস্য।

বিজ্ঞাপন

সরকারি বাহিনীর পাল্টা অভিযানে হেলিকপ্টার গানশিপ, ড্রোন এবং কামানের ব্যবহার করা হচ্ছে। এতে বেসামরিক নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এসওএইচআর জানিয়েছে, গত দুই দিনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা ডিসেম্বরে বিদ্রোহীদের দ্বারা আসাদ সরকারের উৎখাতের পর থেকে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে। নিহতদের মধ্যে আসাদের সমর্থক সরকারি সেনা এবং বন্দুকধারীরাও রয়েছেন, যারা বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া এবং তারতুসে সংঘর্ষে লিপ্ত।

এদিকে, সৌদি আরব এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এটিকে “বেআইনি গোষ্ঠীর অপরাধ” বলে উল্লেখ করেছে এবং নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে কতটা বহুত্ববাদী হবে তা দেশটির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

লাতাকিয়া ও তারতুসে সহিংসতা: প্রাণঘাতী হামলায় নিহত ৭৪৫ জন

আপডেট সময় ১১:৫১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া এবং তারতুসে সহিংসতা রক্তাক্ত আকার ধারণ করেছে। অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করছে, আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেককে পালানোর সুযোগ না দিয়ে তাদের রক্তক্ষরণে মৃত্যু হয়।

ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, গত শুক্র ও শনিবার আলাউইট সম্প্রদায়ের উপর আক্রমণে প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও বাশারপন্থী যোদ্ধারা। সহিংসতা এতটাই ব্যাপক, যে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ও তার অনুগত বাহিনীর বিরুদ্ধে এই সহিংসতার আঁতাত রয়েছে, যিনি নিজেও আলাউইট সম্প্রদায়ের সদস্য।

বিজ্ঞাপন

সরকারি বাহিনীর পাল্টা অভিযানে হেলিকপ্টার গানশিপ, ড্রোন এবং কামানের ব্যবহার করা হচ্ছে। এতে বেসামরিক নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এসওএইচআর জানিয়েছে, গত দুই দিনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা ডিসেম্বরে বিদ্রোহীদের দ্বারা আসাদ সরকারের উৎখাতের পর থেকে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে। নিহতদের মধ্যে আসাদের সমর্থক সরকারি সেনা এবং বন্দুকধারীরাও রয়েছেন, যারা বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া এবং তারতুসে সংঘর্ষে লিপ্ত।

এদিকে, সৌদি আরব এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এটিকে “বেআইনি গোষ্ঠীর অপরাধ” বলে উল্লেখ করেছে এবং নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে কতটা বহুত্ববাদী হবে তা দেশটির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।