ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গাজা এখন ‘শিশু ও অনাহারীদের কবরস্থান’: জাতিসংঘের সতর্কবার্তা লেবাননের সঙ্গে ১০ কোটি ডলারের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ চুক্তি যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ১,৩৫০ কর্মকর্তা ছাঁটাই করলো ট্রাম্প প্রশাসন অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মির্জা ফখরুল আবারও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ি দিয়োগো জোতার শ্রদ্ধায় ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে নিল লিভারপুল মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আইন উপদেষ্টা ক্যারিবীয় সাগরের অভিমুখী নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০ ইউক্রেনে আবারও মার্কিন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ফেরতের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 46

ছবি: সংগৃহীত

 

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শনিবার ভোরে আল আমিনসহ কয়েকজন যুবক সীমান্তে গরু আনতে গেলে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গোলাগুলির পর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা জানতে পারেন, সীমান্তের কাছে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা ছবির মাধ্যমে মরদেহটি আল আমিনের বলে শনাক্ত করেন। তবে ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করেছে। একই সঙ্গে নিহতের মরদেহ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।

সীমান্তে গুলির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত মরদেহ ফেরতের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ফেরতের দাবি

আপডেট সময় ০৫:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শনিবার ভোরে আল আমিনসহ কয়েকজন যুবক সীমান্তে গরু আনতে গেলে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গোলাগুলির পর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা জানতে পারেন, সীমান্তের কাছে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা ছবির মাধ্যমে মরদেহটি আল আমিনের বলে শনাক্ত করেন। তবে ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করেছে। একই সঙ্গে নিহতের মরদেহ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।

সীমান্তে গুলির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত মরদেহ ফেরতের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।