ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মেহেদী হাসান মিরাজ ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবী ছাত্রদলের ব্যাংকে সুশাসন নিশ্চিত হবে, আমানতকারীদের স্বার্থেই কাজ করছি: গভর্নর যুক্তরাষ্ট্র-সিরিয়া সম্পর্কের নব অধ্যায়: রিয়াদে ট্রাম্প-আল-শারার ঐতিহাসিক বৈঠক সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ, আটক বিজিবির ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারে উল্লাসে মেতে উঠলো সিরিয়ার জনতা আটারি সীমান্তে ভারত–পাকিস্তানের মধ্যে একজন করে সেনা বন্দিবিনিময় দুই পক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 35

ছবি সংগৃহীত

 

যুক্তরাজ্য সফরের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়ে তিনি খলিস্তানপন্থি গ্রুপের হামলার লক্ষ্য হন। হামলাকারীরা চ্যাথাম হাউসের বাইরে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং ভারত-বিরোধী স্লোগান দিতে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জয়শঙ্কর যখন কর্মসূচি শেষে বের হচ্ছিলেন, তখন এক ব্যক্তি হঠাৎ করে তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং কনভয়ের সামনেই জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। সেসময় খলিস্তানপন্থি আরও কয়েকজন প্রতিবাদী জয়শঙ্করের কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। যদিও পুলিশ প্রথমে কিছুটা ধীরগতিতে সাড়া দিলেও, পরে তারা বিক্ষোভকারীদের সরিয়ে নেয়।

এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে এবং এই হামলার চেষ্টা খলিস্তানপন্থি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) এর সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জয়শঙ্করের মতো উচ্চ পর্যায়ের কর্মকর্তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর গাফিলতি হয়েছে।

অতীতে এসএফজে সদস্যরা ব্রিটেনে ভারতের হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর হামলা চালিয়েছিল, এবং সেই সাথে লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগও রয়েছে।

এদিকে, এই হামলার চেষ্টা সত্ত্বেও, জয়শঙ্কর তার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়্যার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অন্যান্য সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন। এ ঘটনাটি কেবল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি করেনি, বরং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেরও একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য

আপডেট সময় ০৩:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

যুক্তরাজ্য সফরের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়ে তিনি খলিস্তানপন্থি গ্রুপের হামলার লক্ষ্য হন। হামলাকারীরা চ্যাথাম হাউসের বাইরে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং ভারত-বিরোধী স্লোগান দিতে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জয়শঙ্কর যখন কর্মসূচি শেষে বের হচ্ছিলেন, তখন এক ব্যক্তি হঠাৎ করে তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং কনভয়ের সামনেই জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। সেসময় খলিস্তানপন্থি আরও কয়েকজন প্রতিবাদী জয়শঙ্করের কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। যদিও পুলিশ প্রথমে কিছুটা ধীরগতিতে সাড়া দিলেও, পরে তারা বিক্ষোভকারীদের সরিয়ে নেয়।

এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে এবং এই হামলার চেষ্টা খলিস্তানপন্থি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) এর সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জয়শঙ্করের মতো উচ্চ পর্যায়ের কর্মকর্তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর গাফিলতি হয়েছে।

অতীতে এসএফজে সদস্যরা ব্রিটেনে ভারতের হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর হামলা চালিয়েছিল, এবং সেই সাথে লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগও রয়েছে।

এদিকে, এই হামলার চেষ্টা সত্ত্বেও, জয়শঙ্কর তার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়্যার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অন্যান্য সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন। এ ঘটনাটি কেবল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি করেনি, বরং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেরও একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে।