হোয়াইট হাউজের ঘটনায় দুঃখপ্রকাশ করে জেলেনস্কির টুইট বার্তা

- আপডেট সময় ১২:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 24
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে ঘটে যাওয়া বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ চলছে, তাতে ইউক্রেনের পূর্ণ সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জেলেনস্কি তার অবস্থান পরিষ্কার করেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণার পর এ প্রথমে তার মুখে কথা শোনা গেল, যদিও পোস্টে সরাসরি এ বিষয়টি উল্লেখ করেননি তিনি।
জেলেনস্কি বলেন, “আমরা কেউই সীমাহীন যুদ্ধ চাই না। শান্তির জন্য ইউক্রেনের অঙ্গীকার অটুট রয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা আলোচনার জন্য প্রস্তুত। ইউক্রেনই সবচেয়ে বেশি শান্তি চায়।”
তিনি আরও বলেন, “আমি ও আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত, যাতে দ্রুত যুদ্ধের অবসান ঘটানো যায়।”
জেলেনস্কি যুদ্ধবিরতির প্রথম ধাপ নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, বন্দিদের মুক্তি, আকাশে মিসাইল ও ড্রোনের উড্ডয়ন বন্ধ করা, এবং বেসামরিক অবকাঠামো ও জ্বালানির ওপর আক্রমণ বন্ধ করা জরুরি। তিনি আরও যোগ করেন, “রাশিয়া যদি সম্মত হয়, তবে সমুদ্রেও যুদ্ধবিরতি শুরু হতে পারে।”
মার্কিন সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা ট্রাম্পের নেতৃত্বে আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করতে যে সহায়তা পেয়েছি, তা আমরা কৃতজ্ঞচিত্তে মনে রাখব।”
বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “হোয়াইট হাউজে আমাদের বৈঠকটি যেভাবে হওয়া উচিত ছিল, তা হয়নি, তবে এখন সময় এসেছে সবকিছু ঠিক করার। ভবিষ্যতে আরও গঠনমূলক সহযোগিতা ও যোগাযোগ হবে।” এছাড়া, জেলেনস্কি জানিয়েছেন যে, খনিজ সম্পদ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইউক্রেন প্রস্তুত, যা শান্তির পথে একটি বড় পদক্ষেপ হবে।
@riyad Sir Sir, please check