ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানা ভারতে প্রত্যর্পণের পথে, যুক্তরাষ্ট্রের সম্মতি পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

কানাডার সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ট্রুডো:

ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে জোর প্রতিবাদ, রাজা চার্লসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা পোষণ করায় এই উদ্বেগ আরও বেড়ে গেছে। এ ব্যাপারে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করছেন।

সোমবার, এক বিবৃতিতে ট্রুডো বলেন, ‘‘রাজা চার্লসের সঙ্গে আমার অগ্রাধিকার হবে কানাডার সার্বভৌমত্ব রক্ষা করা।’’ তিনি আরও জানান, রাজা চার্লসের সঙ্গে বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কানাডার রাষ্ট্রীয় প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসের দায়িত্ব রয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালে রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরো ১৪টি কমনওয়েলথ দেশেও তিনি রাষ্ট্রীয় প্রধান।

ট্রুডো এসময় বলেন, ‘‘আমাদের নাগরিকদের কাছে সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।’’ তিনি আরও বলেন, ‘‘কানাডা ও এর নাগরিকদের জন্য আমরা সর্বদা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সার্বভৌমত্ব রক্ষা আমাদের প্রধান লক্ষ্য।’’

ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা হলে তা দুই দেশের জন্যই লাভজনক হবে। এর ফলে বাণিজ্য শুল্কের খরচ কমবে এবং করের পরিমাণও কমবে। তবে, ট্রুডো এই ইঙ্গিতের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

গত মাসে, কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ঘোষণা দেন যে, দেশটির সার্বভৌমত্ব কোনোভাবেই আঘাত পেতে পারে না। এছাড়া, ট্রাম্পের এই ইচ্ছার সাথে কানাডার প্রাকৃতিক সম্পদের সম্পর্ক রয়েছে, যা তিনি কখনও মেনে নেবেন না বলে জানান।

এদিকে, ট্রুডো জানিয়ে দিয়েছেন যে, জনমত জরিপে দলের অবস্থা খারাপ হওয়ার পর তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার থেকে একচুলও পিছু হটবেন না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

কানাডার সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ট্রুডো:

ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে জোর প্রতিবাদ, রাজা চার্লসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার

আপডেট সময় ০২:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা পোষণ করায় এই উদ্বেগ আরও বেড়ে গেছে। এ ব্যাপারে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করছেন।

সোমবার, এক বিবৃতিতে ট্রুডো বলেন, ‘‘রাজা চার্লসের সঙ্গে আমার অগ্রাধিকার হবে কানাডার সার্বভৌমত্ব রক্ষা করা।’’ তিনি আরও জানান, রাজা চার্লসের সঙ্গে বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কানাডার রাষ্ট্রীয় প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসের দায়িত্ব রয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালে রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরো ১৪টি কমনওয়েলথ দেশেও তিনি রাষ্ট্রীয় প্রধান।

ট্রুডো এসময় বলেন, ‘‘আমাদের নাগরিকদের কাছে সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।’’ তিনি আরও বলেন, ‘‘কানাডা ও এর নাগরিকদের জন্য আমরা সর্বদা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সার্বভৌমত্ব রক্ষা আমাদের প্রধান লক্ষ্য।’’

ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা হলে তা দুই দেশের জন্যই লাভজনক হবে। এর ফলে বাণিজ্য শুল্কের খরচ কমবে এবং করের পরিমাণও কমবে। তবে, ট্রুডো এই ইঙ্গিতের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

গত মাসে, কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ঘোষণা দেন যে, দেশটির সার্বভৌমত্ব কোনোভাবেই আঘাত পেতে পারে না। এছাড়া, ট্রাম্পের এই ইচ্ছার সাথে কানাডার প্রাকৃতিক সম্পদের সম্পর্ক রয়েছে, যা তিনি কখনও মেনে নেবেন না বলে জানান।

এদিকে, ট্রুডো জানিয়ে দিয়েছেন যে, জনমত জরিপে দলের অবস্থা খারাপ হওয়ার পর তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার থেকে একচুলও পিছু হটবেন না।