১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প, সংকটে নতুন মোড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 116

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা স্থগিত করেছেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজসহ একাধিক সূত্র জানিয়েছে, যতক্ষণ না ইউক্রেনীয় নেতারা শান্তি প্রতিষ্ঠায় ‘প্রকৃত সদিচ্ছা’ দেখাচ্ছেন, ততদিন এই সহায়তা পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এ সিদ্ধান্ত স্থায়ী নয়, বরং এটি সাময়িক পদক্ষেপ। এর ফলে বর্তমানে ইউক্রেনের পথে থাকা কিংবা পোল্যান্ডে অপেক্ষমাণ মার্কিন অস্ত্র সরবরাহও স্থগিত থাকবে।

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সিদ্ধান্ত কার্যকর করতে পদক্ষেপ নিয়েছেন। তবে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, ওয়াশিংটনের সহযোগিতার বিষয়ে ইউক্রেনের আরও কৃতজ্ঞ হওয়া উচিত।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনকে কয়েক শ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে। তবে এই নতুন সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থানকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প, সংকটে নতুন মোড়

আপডেট সময় ১০:১৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা স্থগিত করেছেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজসহ একাধিক সূত্র জানিয়েছে, যতক্ষণ না ইউক্রেনীয় নেতারা শান্তি প্রতিষ্ঠায় ‘প্রকৃত সদিচ্ছা’ দেখাচ্ছেন, ততদিন এই সহায়তা পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এ সিদ্ধান্ত স্থায়ী নয়, বরং এটি সাময়িক পদক্ষেপ। এর ফলে বর্তমানে ইউক্রেনের পথে থাকা কিংবা পোল্যান্ডে অপেক্ষমাণ মার্কিন অস্ত্র সরবরাহও স্থগিত থাকবে।

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সিদ্ধান্ত কার্যকর করতে পদক্ষেপ নিয়েছেন। তবে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, ওয়াশিংটনের সহযোগিতার বিষয়ে ইউক্রেনের আরও কৃতজ্ঞ হওয়া উচিত।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনকে কয়েক শ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে। তবে এই নতুন সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থানকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।