ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারালেন অন্তত ৮২ ফিলিস্তিনি ইয়েমেনের হোদেইদাহ এলাকায় ইসরায়েলের ২০ টি হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, কার্যক্রম বন্ধ টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১ শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ

বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠালো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত আসা দুই নারী হলেন বরিশালের উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাঁদের আটক করে। এরপর বিএসএফ বিজিবিকে জানায় যে, আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঘাডাঙা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস। জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে বিজিবি আনুষ্ঠানিকভাবে দুই নারীকে গ্রহণ করে।

রাতেই তাঁদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়, যেখানে তাঁদের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের ঘটনা প্রায়শই ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত এসব অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠালো বিএসএফ

আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

 

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত আসা দুই নারী হলেন বরিশালের উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাঁদের আটক করে। এরপর বিএসএফ বিজিবিকে জানায় যে, আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঘাডাঙা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস। জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে বিজিবি আনুষ্ঠানিকভাবে দুই নারীকে গ্রহণ করে।

রাতেই তাঁদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়, যেখানে তাঁদের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের ঘটনা প্রায়শই ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত এসব অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে