বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠালো বিএসএফ
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত আসা দুই নারী হলেন বরিশালের উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাঁদের আটক করে। এরপর বিএসএফ বিজিবিকে জানায় যে, আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঘাডাঙা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস। জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে বিজিবি আনুষ্ঠানিকভাবে দুই নারীকে গ্রহণ করে।
রাতেই তাঁদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়, যেখানে তাঁদের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের ঘটনা প্রায়শই ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত এসব অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে