০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠালো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 100

ছবি সংগৃহীত

 

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত আসা দুই নারী হলেন বরিশালের উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

বিজ্ঞাপন

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাঁদের আটক করে। এরপর বিএসএফ বিজিবিকে জানায় যে, আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঘাডাঙা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস। জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে বিজিবি আনুষ্ঠানিকভাবে দুই নারীকে গ্রহণ করে।

রাতেই তাঁদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়, যেখানে তাঁদের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের ঘটনা প্রায়শই ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত এসব অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠালো বিএসএফ

আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

 

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত আসা দুই নারী হলেন বরিশালের উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

বিজ্ঞাপন

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাঁদের আটক করে। এরপর বিএসএফ বিজিবিকে জানায় যে, আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঘাডাঙা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস। জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে বিজিবি আনুষ্ঠানিকভাবে দুই নারীকে গ্রহণ করে।

রাতেই তাঁদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়, যেখানে তাঁদের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের ঘটনা প্রায়শই ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত এসব অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে