শিরোনাম :
ট্রাম্প চাননি জেলেনস্কির ওয়াশিংটন সফর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফর বাতিল করতে চেয়েছিলেন, তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করান।
ফরাসি সংবাদমাধ্যম BFMTV-এর প্রতিবেদনে জানানো হয়েছে, জেলেনস্কি যুক্তরাষ্ট্র থেকে একটি বার্তা পান, যেখানে তাকে আমেরিকায় না আসতে অনুরোধ করা হয়।
এর পর তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে যোগাযোগ করেন।
পরে ম্যাক্রোঁ ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং তাকে জেলেনস্কিকে গ্রহণ করতে রাজি করান।