ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজান ২০২৫: সবার আগে রোজার ঘোষণা দিলো অস্ট্রেলিয়া “জাতীয় নাগরিক পার্টির উদ্বোধনে বিএনপি নেতাদের সমর্থন” রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পলাতক ৭০ কর্মকর্তাকে সিরিয়ার হাতে হস্তান্তর করেছে লেবানন ট্রাম্প চাননি জেলেনস্কির ওয়াশিংটন সফর ফ্রান্সের সঙ্গে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে আলোচনা সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সিনহা স্মৃতিফলকের উদ্বোধন রোহিতের ভুল বাংলাদেশের বিরুদ্ধে পরিণতি এখনো বাকি নতুন সংগঠন থেকে পদত্যাগ: গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই সমন্বয়ক বিদায়

সেনাবাহিনী প্রধান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫: আজ (২৭ ফেব্রুয়ারি ২০২৫) রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) এক বিশেষ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হন। তিনি রেজিমেন্টের ৭ম কর্নেল হিসেবে অভিভাবকত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের আগমন উপলক্ষে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। এরপর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এসময় সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল র‍্যাংক ব্যাজ’ পরিয়ে দেন রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশে পরিচালিত কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানী ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং রেজিমেন্টের গৌরবময় ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করেন।

সেনাবাহিনী প্রধান বলেন, “বিশ্বব্যাপী আধুনিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।” তিনি রেজিমেন্টের সদস্যদের উদ্দীপ্ত করে বলেন, “দেশ সেবায় প্রতিটি সদস্য নতুন উদ্দীপনা নিয়ে কাজ করবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমের ব্যক্তিত্বরা। সেনাবাহিনী প্রধানের উপস্থিতির মাধ্যমে রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা আগামীতে দেশের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

সেনাবাহিনী প্রধান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত

আপডেট সময় ০৬:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫: আজ (২৭ ফেব্রুয়ারি ২০২৫) রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) এক বিশেষ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হন। তিনি রেজিমেন্টের ৭ম কর্নেল হিসেবে অভিভাবকত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের আগমন উপলক্ষে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। এরপর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এসময় সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল র‍্যাংক ব্যাজ’ পরিয়ে দেন রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশে পরিচালিত কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানী ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং রেজিমেন্টের গৌরবময় ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করেন।

সেনাবাহিনী প্রধান বলেন, “বিশ্বব্যাপী আধুনিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।” তিনি রেজিমেন্টের সদস্যদের উদ্দীপ্ত করে বলেন, “দেশ সেবায় প্রতিটি সদস্য নতুন উদ্দীপনা নিয়ে কাজ করবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমের ব্যক্তিত্বরা। সেনাবাহিনী প্রধানের উপস্থিতির মাধ্যমে রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা আগামীতে দেশের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।