গাজায় ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর , উত্তেজনা তুঙ্গে
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। এর মধ্যেই নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যেকোনো মুহূর্তে গাজায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত ইসরাইলি বাহিনী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত। হামাসের সংঘবদ্ধ বাহিনী প্রায় ধ্বংস করে দিয়েছি। আমাদের লক্ষ্য পরিষ্কার সম্পূর্ণ বিজয় অর্জন।” তিনি আরও জানান, যুদ্ধের লক্ষ্য আলোচনা বা অন্য উপায়ে হলেও নিশ্চিতভাবে সম্পন্ন করা হবে।
এদিকে, গাজায় আটকে থাকা ইসরাইলি বন্দিদের মুক্তির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা করেনি তেল আবিব। হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। সংগঠনটি বলছে, এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
অন্যদিকে, দুই দশকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে ইসরাইলি সেনাবাহিনী, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীকে মিশর, জর্ডান বা অন্য তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে তিনি স্পষ্ট জানান, ট্রাম্পের পরিকল্পনাটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
গাজায় নতুন করে যুদ্ধের হুমকি এবং পশ্চিম তীরে সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।