ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পেন্টাগনে ৫,৪০০ কর্মী ছাঁটাই, নতুন নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশ গঠনে সবার ঐক্য দরকার: মির্জা ফখরুল ট্রাম্পের নতুন পরিকল্পনা: অবৈধ অভিবাসীদের সামরিক ঘাঁটিতে আটকের উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি: স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কমলগঞ্জে হলুদ ফুলকপির চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি, চাষিরা উপভোগ করছেন লাভের সাফল্য নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন: বিজিবির দাবি, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসা হোক স্পেসএক্স উৎক্ষেপণ করল ২৩টি স্টারলিংক স্যাটেলাইট, দ্রুত ইন্টারনেটের নতুন দিগন্ত রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিকতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি: জ্বালানি উপদেষ্টা বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের প্রান্তে রয়েছে, তবে তার নেতৃত্বেই এই যুদ্ধ প্রতিহত করা সম্ভব। মায়ামিতে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন, যা দ্য ওয়ালের মাধ্যমে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যদি আরও এক বছর ক্ষমতায় থাকতেন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে যেত। তিনি বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনো লাভ নেই। তবে আমি নিশ্চিত করে বলছি, আপনি যুদ্ধের কাছাকাছি রয়েছেন। যদি বাইডেন প্রশাসন আর এক বছর থাকত, তাহলে যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু এখন তা হবে না, কারণ আমি এসেছি।”

তিনি আরও জানান, আমেরিকা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না, তবে যুদ্ধ বাঁধলে তা থামানোর ব্যবস্থা নেবেন। ট্রাম্প বলেন, “আমরা অর্থহীন ও সমাধানহীন যুদ্ধগুলো থামাব। নিজেদের যুদ্ধে জড়াব না, কিন্তু অন্যদের চেয়ে শক্তিশালী থাকব। যদি কখনো যুদ্ধ হয়, আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে আমি মনে করি, এমন কিছু ঘটবে না।”

বক্তব্যের সময় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে, অথচ ইউরোপ থেকে কোনো প্রতিদান পাচ্ছে না।

ট্রাম্পের মতে, “জেলেনস্কি আমেরিকাকে এমন এক যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে রাজি করিয়েছেন, যা একপ্রকার অসম্ভব। ইউরোপও এত টাকা দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ শুরু করাই প্রয়োজন ছিল না।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের প্রান্তে রয়েছে, তবে তার নেতৃত্বেই এই যুদ্ধ প্রতিহত করা সম্ভব। মায়ামিতে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন, যা দ্য ওয়ালের মাধ্যমে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যদি আরও এক বছর ক্ষমতায় থাকতেন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে যেত। তিনি বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনো লাভ নেই। তবে আমি নিশ্চিত করে বলছি, আপনি যুদ্ধের কাছাকাছি রয়েছেন। যদি বাইডেন প্রশাসন আর এক বছর থাকত, তাহলে যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু এখন তা হবে না, কারণ আমি এসেছি।”

তিনি আরও জানান, আমেরিকা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না, তবে যুদ্ধ বাঁধলে তা থামানোর ব্যবস্থা নেবেন। ট্রাম্প বলেন, “আমরা অর্থহীন ও সমাধানহীন যুদ্ধগুলো থামাব। নিজেদের যুদ্ধে জড়াব না, কিন্তু অন্যদের চেয়ে শক্তিশালী থাকব। যদি কখনো যুদ্ধ হয়, আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে আমি মনে করি, এমন কিছু ঘটবে না।”

বক্তব্যের সময় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে, অথচ ইউরোপ থেকে কোনো প্রতিদান পাচ্ছে না।

ট্রাম্পের মতে, “জেলেনস্কি আমেরিকাকে এমন এক যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে রাজি করিয়েছেন, যা একপ্রকার অসম্ভব। ইউরোপও এত টাকা দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ শুরু করাই প্রয়োজন ছিল না।”