যুক্তরাষ্ট্র
জেলেনস্কিকে ‘ডিকটেটর’ হিসেবে আখ্যায়িত, জেলেনস্কির যুদ্ধ সিদ্ধান্ত ভুল ছিল: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘ডিকটেটর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি এক টুইটে বলেছেন, ‘‘একটি সফল কমেডিয়ান হিসেবে পরিচিত জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার খরচ করতে রাজি করেছেন এমন একটি যুদ্ধের জন্য, যেটি জয়ী হওয়ার সম্ভাবনা নেই।’’
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জেলেনস্কির ভূমিকা নিয়ে ট্রাম্প বলেন, ‘‘জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন। তিনি এমন একটি পরিস্থিতির মধ্যে ইউক্রেনকে ফেলেছেন, যেখানে দেশটি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘জেলেনস্কি নিজের দেশকে বিপদে ফেলেছেন, লাখ লাখ মানুষের জীবন অকালে ঝরে গেছে এবং এই পরিস্থিতি এখনো অব্যাহত।’’
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে জেলেনস্কির শাসনামলে ইউক্রেনের জনপ্রিয়তার বিষয়ও উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাষ্যমতে, ‘‘জেলেনস্কি নিজেই স্বীকার করেছেন, যে পরিমাণ অর্থ আমরা তাকে দিয়েছি, তার অর্ধেকেরই কোনো হিসাব নেই।’’ তিনি জেলেনস্কির বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, ‘‘ইউক্রেনের জনগণ তাকে আর সমর্থন দেয় না এবং তার জনপ্রিয়তা বিপর্যস্ত। তিনি শুধু বাইডেন প্রশাসনের জন্য ‘বাদ্যযন্ত্র’ বাজানোর কাজটি ভালোভাবে করেছেন।’’
ট্রাম্প আরও দাবি করেছেন, ‘‘যুদ্ধ বন্ধে আমরা সফল আলোচনা করেছি এবং তা করতে পারবে একমাত্র ট্রাম্প প্রশাসনই। বাইডেন কখনোই এমন কোনো চেষ্টা করেননি।’’ তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধের জন্য অতিরিক্ত খরচের বিষয়টিও উল্লেখ করেছেন, ‘‘আমরা ইউরোপের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছি এবং ইউরোপ আমাদের থেকে কোনো কিছুই ফিরে পাবে না।’’
শেষে ট্রাম্প জানান, ‘‘আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি তার দেশের জন্য ভয়াবহ ক্ষতি করেছেন।’’