ট্রাম্পের কটাক্ষ: ‘জেলেনস্কি ভয়াবহ ভুল করেছেন, যুদ্ধ বন্ধ করতে পারবো শুধু আমি’
রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জেলেনস্কিকে ‘একজন ব্যর্থ নেতা’ বলেও উল্লেখ করেছেন।
ট্রাম্প দাবি করেন, শুধু তিনিই এ যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম। তাঁর ভাষায়, ‘জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে খরচ করতে বলছেন, যা কখনো জেতা সম্ভব নয়। এ যুদ্ধ শুরু করাই উচিত হয়নি।’
জেলেনস্কিকে কৌতুকাভিনেতা আখ্যা দিয়ে ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, ‘একজন বিনয়ী সফল কৌতুকাভিনেতা, ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার খরচ করতে বলেছেন!’ তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোর চেয়ে ২০০ বিলিয়ন ডলার বেশি ব্যয় করলেও এর বিনিময়ে কিছুই পাচ্ছে না।
সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ঘুমন্ত বাইডেন কেন এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেননি? এই যুদ্ধ আমাদের চেয়ে ইউরোপের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ ট্রাম্পের ভাষ্যমতে, জেলেনস্কি স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে, তার অর্ধেকও সঠিকভাবে কাজে লাগেনি। একই সঙ্গে তিনি দাবি করেন, জেলেনস্কি নিজ দেশেই জনপ্রিয়তা হারিয়েছেন এবং ভোটের জরিপে তার অবস্থান ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে।
ট্রাম্পের মতে, যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, তবে একমাত্র তাঁর নেতৃত্বেই তা করা সম্ভব। তিনি বলেন, ‘এটি সবাই জানে যে শুধু ট্রাম্প ও ট্রাম্প প্রশাসনই যুদ্ধ বন্ধ করতে পারে। বাইডেন কখনো সে চেষ্টা করেননি, ইউরোপও ব্যর্থ হয়েছে।’
জেলেনস্কির উদ্দেশে কঠোর মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘তিনি একটি ভয়াবহ ভুল করেছেন। ইউক্রেন আজ ধ্বংসের মুখে। অগণিত মানুষ প্রাণ হারিয়েছে, এবং এটি চলতে থাকবে যদি না সঠিক নেতৃত্ব আসে।’