১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু: প্রস্তুত ইজতেমা মাঠ, মাঠে মুসল্লিদের সমাগম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 96

ছবি সংগৃহীত

 

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এই ধাপে অংশগ্রহণ করবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ইজতেমার আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে, আর মুসল্লিরা গতকাল রাত থেকেই আসতে শুরু করেছেন।

ইজতেমা মাঠে সকাল থেকে ভিড় বাড়ছে। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে গাঁট্টি-বোঁচকা নিয়ে নিজ নিজ নির্ধারিত স্থান (খিত্তা) দখল করছেন। মাঠের পরিবেশে বাঁশের খুঁটি পোঁতা হয়েছে, এবং টানানো হয়েছে চটের শামিয়ানা। পবিত্র ইজতেমা উপলক্ষে পুরো মাঠ সাজানো হয়েছে অত্যন্ত যত্নসহকারে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আসা ৩৫ সদস্যের একটি তাবলিগ জামাতের দল সকালে ইজতেমা মাঠে পৌঁছেছে। তাঁদের মধ্যে ফোরকান আলী জানান, গত ডিসেম্বরের সংঘর্ষের পর এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে উদ্বেগ ছিল। তবে তাঁদের আশা ছিল, আর আজ তারা সবাই একত্রিত হতে পেরে আনন্দিত।

এবারের ইজতেমা নিয়ে সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম প্রথম আলোকে জানান, “এবার শবেবরাতের রাতেই ইজতেমা চলবে। লাখো মুসল্লি একত্রে নামাজ আদায় করবেন এবং রোজা রাখবেন। এটি আমাদের জন্য এক বিশেষ অনুপ্রেরণা।”

তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে বিশ্ব ইজতেমা এবছরও দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে শুরায়ে নেজাম (মাওলানা জোবায়ের) অনুসারীরা ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ইজতেমা করেছেন, আর তৃতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত, মাওলানা সাদের অনুসারীদের দ্বারা।

 

নিউজটি শেয়ার করুন

বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু: প্রস্তুত ইজতেমা মাঠ, মাঠে মুসল্লিদের সমাগম

আপডেট সময় ০৬:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

 

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এই ধাপে অংশগ্রহণ করবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ইজতেমার আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে, আর মুসল্লিরা গতকাল রাত থেকেই আসতে শুরু করেছেন।

ইজতেমা মাঠে সকাল থেকে ভিড় বাড়ছে। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে গাঁট্টি-বোঁচকা নিয়ে নিজ নিজ নির্ধারিত স্থান (খিত্তা) দখল করছেন। মাঠের পরিবেশে বাঁশের খুঁটি পোঁতা হয়েছে, এবং টানানো হয়েছে চটের শামিয়ানা। পবিত্র ইজতেমা উপলক্ষে পুরো মাঠ সাজানো হয়েছে অত্যন্ত যত্নসহকারে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আসা ৩৫ সদস্যের একটি তাবলিগ জামাতের দল সকালে ইজতেমা মাঠে পৌঁছেছে। তাঁদের মধ্যে ফোরকান আলী জানান, গত ডিসেম্বরের সংঘর্ষের পর এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে উদ্বেগ ছিল। তবে তাঁদের আশা ছিল, আর আজ তারা সবাই একত্রিত হতে পেরে আনন্দিত।

এবারের ইজতেমা নিয়ে সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম প্রথম আলোকে জানান, “এবার শবেবরাতের রাতেই ইজতেমা চলবে। লাখো মুসল্লি একত্রে নামাজ আদায় করবেন এবং রোজা রাখবেন। এটি আমাদের জন্য এক বিশেষ অনুপ্রেরণা।”

তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে বিশ্ব ইজতেমা এবছরও দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে শুরায়ে নেজাম (মাওলানা জোবায়ের) অনুসারীরা ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ইজতেমা করেছেন, আর তৃতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত, মাওলানা সাদের অনুসারীদের দ্বারা।