০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 60

ছবি: সংগৃহীত

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমাদ বেলহুল আল-ফলাসি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমিরাতের ক্রীড়ামন্ত্রী প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি সম্মেলনের লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে তাকে অবহিত করেন।

দুই দেশের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীরতর সহযোগিতার সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে এই খাতে আরও অংশীদারিত্বমূলক ভূমিকায় দেখতে আগ্রহ প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট বিশ্বব্যাপী নীতি-নির্ধারক, বিশেষজ্ঞ ও নেতৃবৃন্দের মিলনমেলা, যেখানে ভবিষ্যতের সরকার পরিচালনা, প্রযুক্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমাদ বেলহুল আল-ফলাসি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমিরাতের ক্রীড়ামন্ত্রী প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি সম্মেলনের লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে তাকে অবহিত করেন।

দুই দেশের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীরতর সহযোগিতার সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে এই খাতে আরও অংশীদারিত্বমূলক ভূমিকায় দেখতে আগ্রহ প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট বিশ্বব্যাপী নীতি-নির্ধারক, বিশেষজ্ঞ ও নেতৃবৃন্দের মিলনমেলা, যেখানে ভবিষ্যতের সরকার পরিচালনা, প্রযুক্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।