কঙ্গোর সংঘাতে নিরাপদ বাংলাদেশের শান্তিরক্ষীরা

- আপডেট সময় ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 45
কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশের ১,৭৫৫ শান্তিরক্ষী নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, কঙ্গোর সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি শান্তিরক্ষীরা সুরক্ষিত আছেন। তবে সংঘর্ষের কারণে কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ‘‘কঙ্গোতে বাংলাদেশ পুলিশের সদস্যসহ মোট ১,৭৫৫ জন শান্তিরক্ষী নিযুক্ত আছেন, এবং তাঁরা সকলে নিরাপদ। পরিস্থিতির বিবেচনায় আমাদের বিমানবাহিনীর পরিবহন বিমান উগান্ডায় সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনটি হেলিকপ্টার গোমা শহর থেকে বুনিয়ায় স্থানান্তর করা হয়েছে।’’
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘মোনুসকো’র অধীনে বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাঁদের তৎপরতায় স্থানীয় জনগণ উপকৃত হচ্ছে।
কঙ্গোতে শান্তিরক্ষীদের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরেই জাতিসংঘ মিশনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তাঁদের সাহসিকতা ও দায়িত্ববোধ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।